Wedding Photographer Viral: বিয়েতে আজব কাণ্ড! বর-বৌয়ের ছবি তুলতে গিয়ে সুইমিং পুলেই পড়ে গেলেন ফটোগ্রাফার
কায়দা করে ফটোশ্যুট করতে গিয়ে নিজেই সুইমিং পুলের জলে পড়ে গেলেন ফটোগ্রাফার।
![Wedding Photographer Viral: বিয়েতে আজব কাণ্ড! বর-বৌয়ের ছবি তুলতে গিয়ে সুইমিং পুলেই পড়ে গেলেন ফটোগ্রাফার Wedding photographer falls into swimming pool during photo shoot, video became viral Wedding Photographer Viral: বিয়েতে আজব কাণ্ড! বর-বৌয়ের ছবি তুলতে গিয়ে সুইমিং পুলেই পড়ে গেলেন ফটোগ্রাফার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/09/02e28457403cf0910ffd951c23ae0594_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউদিল্লি: বিয়েতে এমন কাণ্ড হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি পাত্র-পাত্রী। এমন হাস্যকর ঘটনা কিন্তু দেখাও যায় না। নিজের বিয়ে সবসময় সকলের কাছে একটি বিশেষ দিন। আর সেই দিনের মুহুর্ত লেন্সবন্দি করে রাখতে সকলেই। সেই কাজটি করতে গিয়েই জলে হাবুডুবু খেলেন ওয়েডিং ফটোগ্রাফার নিজেই।
ঠিক কী ঘটেছে?
একটি ডেস্টিনেশন ওয়েডিং শ্যুট করতে গিয়েছিলেন এক ফটোগ্রাফার। আর কায়দা করে ফটোশ্যুট করতে গিয়ে নিজেই সুইমিং পুলের জলে পড়ে গেলেন ফটোগ্রাফার। সেই ভিডিওর একটি ছোট্ট ক্লিপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
যদিও ফটোগ্রাফার কিন্তু কোনও ছোটখাটো নন, রীতিমতো নামকরা, অ্যাওয়ার্ড উইনিং সিনেমাটোগ্রাফার। নর্দান ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় চিত্রগ্রাহক তিনি। কিন্তু তাঁর এই বিব্রতকর অবস্থা দেখে সকলেই অবাক। ভিডিওতে দেখা গিয়েছে, একটি অত্যন্ত বিলাসবহুল ভেন্যুতে চলছে বিয়ের অনুষ্ঠান।
সেখানে পাত্র-পাত্রী একে অপরের সঙ্গে ঢুকছেন। সুইমিং পুলের পাশ দিয়ে এসে মূল ভেন্যুতে আসার কথা। ফটোগ্রাফার সেই সময় দাঁড়িয়ে ছিলেন পুলের সামনেই দাঁড়িয়ে শাটার ফেলছিলেন, বন্দি করছিলেন বিশেষ মুহুর্তদের। পিছিয়ে আসতে আসতে তাঁর খেয়ালই ছিল না যে পিছনেই সুইমিং পুল।
ব্যস! এক পা পিছতেই ঝপাত। সকলকে হতবাক করে পুলে পড়ে গেলেন চিত্রগ্রাহক। ততক্ষণে অবশ্য সম্বিত ফেরত পেয়ে দামি, বহুমূল্য ক্যামেরাটি বাঁচিয়ে নিতে পেরেছেন তিনি। চিত্রগ্রাহকের এই মুহুর্ত অবশ্য বন্দি করেছেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতরা।
নেটমহলে অবশ্য দ্বিধাবিভক্ত নেটিজেনরা। অনেকেই এই ভিডিওকে হাস্যরসে ভরিয়েছেন। অনেকের আবার মত এতটাই কাজে মগ্ন ছিলেন এই জনপ্রিয় ফটোগ্রাফার যে খেয়াল করেনি সুক্ষ বিষয়টি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)