WB News Live Updates: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস
Get the latest West Bengal News and Live Updates: গুলিকাণ্ডে আজ শীতলকুচিতে করা হবে ঘটনার পুনর্নির্মাণ।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস।সরকারি নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাস।কোভিড চিকিৎসায় স্যাটেলাইট সেন্টারের প্রস্তাব পাস।বিভিন্ন হাসপাতালের স্যাটেলাইট সেন্টারের প্রস্তাব পাস
নারদকাণ্ডে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের।
বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল, অভিযোগ কল্যাণের। রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব তৃণমূল সাংসদ।
নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের বিক্ষোভ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্যুইট রাজ্যপালের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, রাজ্যপাল প্ররোচনা দিচ্ছেন। তাঁর অভিযোগ, পুরো ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। ভোটে হেরে ঘুরপথে রাজ্য ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।
যে ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনে এই কেলেঙ্কারির সূত্রপাত, তাঁর প্রতিক্রিয়াও জানা গেছে। তিনি বলেছেন, সিবিআই চারজনকে গ্রেফতার করায় তিনি খুশি। কিন্তু গ্রেফতারদের মধ্যে শুভেন্দু অধিকারী নেই কেন।
যা হচ্ছে সবই সুপ্রিম কোর্টের নির্দেশে। এর সঙ্গে বিজেপির কোনও লেনা-দেনা নেই। নির্বাচনের ফল বেরোনর পরে যেভাবে জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে তারপর তৃণমূলের মুখে প্রতিশোধমূলক আচরণ বলা মানায় না। মন্তব্য বিজেপি নেতা রাহুল সিংহের।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করল বিজেপি। কোভিড পরিস্থিতির মোকাবিলা যখন অগ্রাধিকার, তখন রাজনৈতিক প্রতিহিংসার খেলায় মেতেছে বিজেপি। তাঁর অভিযোগ, প্রচোরনামূলক কৌশল নিয়েছে বিজেপি।
নারদকাণ্ডে মদন মিত্রর গ্রেফতারির প্রতিবাদে কামারহাটির বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা
বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। নিজাম প্যালেসে সিবিআই অফিসে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তাঁকেও গ্রেফতার করতে হবে। এ কথা বলে সিবিআই দফতরে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তাঁকে গ্রেফতার না করলে তিনি বেরোবেন না।
নিজাম প্যালেসের ভেতরে গ্রেফতার তৃণমূল নেতাদের আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। দল যে এই ঘটনায় পাশে রয়েছে, সেই বার্তা দিতে তিনি পৌঁছলেন বলে মনে করা হচ্ছে। তাঁকে দৃশ্যত পুরো ঘটনায় অসন্তুষ্ট বলে মনে হয়েছে।
নিজাম প্যালেসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়কদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নারদ মামলায় চার্জশিট পেশের ব্যাপারে তাঁর কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। তিনি সিবিআইয়ের এই কাজ বেআইনি বলে মন্তব্য করেছেন। যদিও সিবিআই বলেছেন, গ্রেফতারের পর অধ্যক্ষকে তারা জানিয়ে দেবে। রাজ্যপালের অনুমতি পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার সিবিআইয়ের। এদিন নিজাম প্যালেসে যাওয়ার পর তাঁদের গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।
সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই
চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। নারদকাণ্ডে ফিরহাদ হাকিমকে আটক। ‘বিনা নোটিসে গ্রেফতার করা হয়েছে’, দাবি ফিরহাদের। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। শোভন চট্টোপাধ্যায়কে আনা হল নিজাম প্যালেসে। তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে।
শীতলকুচিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে ডিআইজি সিআইডি-র নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল। আজ সকাল ৮টা নাগাদ জোড়পাটকির ১২৬ নম্বর বুথে যান সিআইডি অফিসাররা। সঙ্গে রয়েছে মাথাভাঙা থানার পুলিশ। গুলিকাণ্ডের পুনর্নির্মাণ শুরু হয়েছে। এর পাশাপাশি, মিলিয়ে দেখা হবে মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যও যাচাই করা হবে বলে সূত্রের খবর।
নির্দেশই সার। রাজ্যজুড়ে কার্যত লকডাউনের প্রথম দিনে নিয়মভঙ্গের রমরমা। কোথাও দোকান বন্ধ করতে লাঠিচার্জ করল পুলিশ। নিয়ম ভেঙে দাঁতনে গ্রেফতার ৪ ব্যবসায়ী। টিটাগড়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ধরা পড়লেন সাধারণ যাত্রী।
দুদিন পর ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ফের পেট্রোলের দামে রেকর্ড বৃদ্ধি হল কলকাতায়। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৭ পয়সা। প্রতিদিনই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। গত ২ দিন দামে কোনও পরিবর্তন না হলেও, সোমবার ফের বৃদ্ধি হল পেট্রোল-ডিজেলের। এ বছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম হল ৯২ টাকা ৬৭ পয়সা। ২৫ পয়সা বেড়ে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৬ টাকা ০৬ পয়সা।
ভাটপাড়ার বারুইপাড়ায় বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
গুলিকাণ্ডে আজ শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, ঘটনার পুননির্মাণ করা হবে।
প্রেক্ষাপট
গুলিকাণ্ডে আজ শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। করা হবে ঘটনার পুনর্নির্মাণ। যাচাই করা হবে মাথাভাঙা থানার অফিসারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও, খবর সূত্রে।
রাজ্যে কার্যত ১৫ দিন লকডাউন। মালদার গাজোলে বিভিন্ন কোম্পানির কয়েক লক্ষ টাকার মদের বোতল চুরির অভিযোগ দোকান মালিকের। দোকানের শাটার, সিসিটিভি চুরির অভিযোগ। দোকান মালিক ও গাজোল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে গাজোল থানার পুলিশ।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন ব্যবস্থা নিল না পুলিশ ? প্রশ্ন বিজেপির।
ভাটপাড়ার বারুইপাড়ায় বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী।বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে আগুন। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।
বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় শেষ হল মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ।টানেল বোরিং মেশিন উর্বি পৌঁছল বউবাজারে।চলতি বছরেই মাটির তলা থেকে তুলে আনা হবে ২টি টানেল বোরিং মেশিন।কেএমআরসিএলের তরফে বিজ্ঞপ্তি জারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -