এক্সপ্লোর
Advertisement
রুটি-রুজি বন্ধ লকডাউনে, ঠিকা শ্রমিকরা দলে দলে ঘরে ফিরছে, কেন ব্যবস্থা নেই ওদের জন্য, প্রশ্ন চিদম্বরমের
ভিন রাজ্যে যাঁরা ঠিকা শ্রমিকের কাজ করেন, রুজি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা পড়েছেন মহা বিড়ম্বনায়। বাস-ট্রেন না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছেন তাঁরা। পার করতে চাইছেন রাজ্যের সীমা।
নয়াদিল্লি: দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার তাগিদে পথ হাঁটছেন হাজারে হাজারে মানুষ। ভিন রাজ্যে যাঁরা ঠিকা শ্রমিকের কাজ করেন, রুজি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা পড়েছেন মহা বিড়ম্বনায়। বাস-ট্রেন না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছেন তাঁরা। পার করতে চাইছেন রাজ্যের সীমা।
আজ তার জেরে গোটা দেশের রাস্তাঘাট যখন ফাঁকা, ঠিক সেই সময়ে রাজধানী দিল্লিতে উপচে পড়ে শ্রমিকদের ভিড়। দিল্লির আনন্দ বিহারে তল্পিতল্পা কাঁধে নিয়ে ৩ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে প্রহর গুনতে দেখা যায় হাজার হাজার মানুষকে।
কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এই পরিযায়ী শ্রমিকদের ভিড় সামলাতে তৈরি ছিল না বলে মন্তব্য করেছেন পি চিদম্বরম।
ট্যুইটে প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন্দ্র কী করেছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য?
তিনি আরও লিখেছেন, এই চিত্র আসলে সরকারের প্রস্তুতির অভাবের দু: খজনক উদাহরণ।
What are the central and state governments doing about the migrant workers who were allowed to leave the cities and towns and who are finding their way back to their villages?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 28, 2020
অন্যদিকে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ট্যুইট করেন রাহুল গাঁধী। ট্যুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘নাগরিকদের এমন অবস্থার মধ্যে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। এই ধরনের সঙ্কটের সময়ে দেশের সাধারণ মানুষের অন্তত সম্মান এবং সাহায্য পাওয়া জরুরি। আরও বড় বিপর্যয় যাতে না ঘটে সেজন্য সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বহু মানুষ স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে ক্ষুধার্ত-তৃষ্ণার্ত অবস্থায় পায়ে হেঁটে নিজেদের গ্রামে ফিরছেন। সবাই মিলে অসহায়দের সাহায্য করুন। কংগ্রেস নেতা-কর্মীরা এঁদের পাশে দাঁড়ান।’
आज हमारे सैकड़ों भाई-बहनों को भूखे-प्यासे परिवार सहित अपने गाँवों की ओर पैदल जाना पड़ रहा है।इस कठिन रास्ते पर आप में से जो भी उन्हें खाना-पानी-आसरा-सहारा दे सके,कृपा करके दे! कॉंग्रेस कार्यकर्ताओं-नेताओं से मदद की ख़ास अपील करता हूँ।
जय हिंद! pic.twitter.com/ni7vkhRQAZ
— Rahul Gandhi (@RahulGandhi) March 28, 2020
Out of work & facing an uncertain future, millions of our brothers & sisters across India are struggling to find their way back home. It’s shameful that we’ve allowed any Indian citizen to be treated this way & that the Govt had no contingency plans in place for this exodus. pic.twitter.com/sjHBFqyVZk
— Rahul Gandhi (@RahulGandhi) March 28, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement