এক্সপ্লোর
Advertisement
সলমন গানে মুখ দেখিয়ে পান ৩৫ কোটি, আর গায়ক মাত্র ২৫,০০০, অভিযোগ সোনু নিগমের
ভূষণ বহু খারাপ কাজকর্মের সঙ্গে যুক্ত, তবু তিনি তাঁকে ছোট ভাইয়ের মত বারবার ব্যক্তিগতভাবে ও পেশার দিক থেকে সাহায্য করেছেন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্ক বড় পর্দা ছাপিয়ে ছুঁয়ে ফেলেছে সঙ্গীত জগতকেও। ইতিমধ্যেই টি সিরিজের ভূষণ কুমার সম্পর্কে একের পর এক অভিযোগ করেছেন সোনু, তা নিয়ে বিরাট বিতর্ক হয়েছে। এবার ভাইরাল হয়েছে তাঁর ৭ বছরের পুরনো একটি ভিডিও।
ফেসবুকের গ্রুপে গ্রুপে ঘুরতে থাকা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সোনু ভূষণ কুমার ও সলমন খানের ব্যাপারে কথাবার্তা বলছেন। সোনু বলছেন, তাঁকে ব্রেক দিয়েছিলেন ভূষণের বাবা গুলশন কুমার, আবার তিনি নিজে লঞ্চ করেন ভূষণকে। ভূষণ বহু খারাপ কাজকর্মের সঙ্গে যুক্ত, তবু তিনি তাঁকে ছোট ভাইয়ের মত বারবার ব্যক্তিগতভাবে ও পেশার দিক থেকে সাহায্য করেছেন। সোনু আরও বলেছেন, গুলশন সকলকে বলতেন, গানে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে গায়ক বা সুরকারকে। কিন্তু ভূষণ করছেন ঠিক উল্টোটা।
সলমন বলেছিলেন, গায়ক গায়িকাদের গানের রয়্যালটি চাওয়া উচিত নয়, কারণ গান বিকোয় অভিনেতা অভিনেত্রীদের জোরে। সোনু বলেছেন, তাহলে তো নায়ক নায়িকাদের নিয়ে করা যে কোনও ভিডিও অ্যালবামই সুপার ডুপার হিট হত। কিন্তু সব গান হিট করে না, করে কিছু গান। অর্থাৎ সেই সব গানের কথাই হোক বা সুর, বা গায়কগায়িকার কণ্ঠ- কিছু একটা শ্রোতার ভাল লেগে যায়। তিনি নিজে সলমনের ফ্যান, সলমন বয়সেঅনেক বড়, তাঁকে তিনি সম্মান করেন। আর গানে মুখ দেখানোর জন্য তো ৩৫ কোটি টাকা করে নেন সলমন। অথচ গায়ক পান মাত্র ২৫,০০০ টাকা। যেমন ধরুন সারে কে ফল সা গানটি। গায়ক নাকাশ আজিজ আজ কোথায় কেউ জানে না। অথচ ঠিক সময়ে রয়্যালটি পেলে অনেক নতুন গায়ক গায়িকা লড়াইয়ে টিকে থাকতে পারতেন। বলেছেন সোনু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement