ভুবনেশ্বর: ফ্ল্যাটে ঢুকে এক গৃহবধূর গলায় ছুরি ধরে তাঁর সমস্ত গহনা লুট করার পর ওই মহিলাকে গণধর্ষণ (gang-raped) করার অভিযোগ উঠল দুই চোরের বিরুদ্ধে। ন্য়াক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে (Bhubaneswar)।


আরও পড়ুন: ISRO Shukrayaan 1 Mission: ১২৩৬ কোটি খরচে 'শুক্রযান ১' অভিযান, 'যমজ বোনে'র কেন এমন পরিণতি? উত্তরের খোঁজে উড়ান এই দিনে...


বুধবার এপ্রসঙ্গে ভুবনেশ্বরের পুলিশ জানায়, এই ঘটনায় দুজনকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। আটক ব্যক্তিদের জেরা করে ঘটনাটির সঙ্গে তারা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দুটোর সময় ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর শহরের মৈত্রী বিহার এলাকায়। দুই চোর যখন ফ্ল্যাটে ঢোকে তখন ওই গৃহবধূর সঙ্গে ছিল তাঁর ২ বছরের মেয়ে। তারা ছাড়া ওই ফ্ল্যাটে পরিবারের কোনও পুরুষ সদস্য ঘটনাটির সময় ছিল না। সেই সুযোগে ওই দুই চোর বাঁশের সাহায্যে ওই বিল্ডিংয়ে উঠেছিল।


আরও পড়ুন: Thomas Cheriyan : বিমান দুর্ঘটনার ৫৬ বছর পর জওয়ানের দেহাবশেষ উদ্ধার ! সুখ-দুঃখের মিশ্র অনুভূতিতে পরিবার


ওই গৃহবধূর পরিবারের তরফ থেকে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে চোরেরা প্রথম বাঁশের সাহায্যে বিল্ডিয়ে ঢুকে ওই ফ্ল্যাটে প্রবেশ করে। তারপর গৃহবধূর গলায় ছুরি ধরে তাঁর সমস্ত গহনা ও মোবাইল ফোন লুট করে। তারপর ওই গৃহবধূর ২ বছরের মেয়ে খুন করার ভয় দেখিয়ে তাঁকে গণধর্ষণ করে। ধর্ষণের সময় ওই গৃহবধূ যাতে চিৎকার না করে তার জন্য হুমকিও দেয়।


আরও পড়ুন: Pune Helicopter Crash: পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩


পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। আর মাত্র ১০ দিন আগে ওই ফ্ল্যাটে এসেছেন। যে আবাসনে এই ঘটনাটি ঘটেছে সেখানে কোনও সিসিটিভি না থাকায় আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে। পাশাপাশি যে দুজনকে আটক করা হয়েছে তাদের জেরা করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Govinda Bullet Injury: গুলিবিদ্ধ গোবিন্দ, মামার স্বাস্থ্যের আপডেট দিলেন ক্রুষ্ণা অভিষেক, হাসপাতালে ডেভিড-শত্রুঘ্ন