ইউটিউব থেকে ড্রাইভিং শিখে চিজবার্গার কিনতে ৪ বছরের বোনকে নিয়ে ঘুমন্ত বাবার গাড়ি চুরি ৮ বছরের ছেলের!
ওয়াশিংটন: চিজবার্গারের লোভ সামলাতে না পেরে চার বছরের বোনকে পাশে বসিয়ে বাবার গাড়ি চালিয়ে নিয়ে গেল ৮ বছরের বাচ্চা ছেলে! ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
খবরে প্রকাশ, ওহায়োর ইস্ট প্যালেস্টাইন অঞ্চলের বাসিন্দা ওই বালক গত রবিবার বাবার ভ্যান চালিয়ে স্থানীয় ম্যাক ডোনাল্ডসের দোকানে পৌঁছে যায়। জানা গিয়েছে, সেই সময় ওই ছেলেটির বাবা-মা দুজনই ঘুমোচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ছেলেটি প্রায় দেড় মাইল গাড়ি চালিয়ে যায় পিছনের সিটে সে বোনকে বসিয়েছিল। পুলিশ আধিকারিক জেকব কোহলার জানান, যে রাস্তা দিয়ে ওই খুদে গাড়ি চালিয়েছে, তা মোটেও সহজ নয়।
তাকে চারটে ক্রসিং পার করতে হয়েছে। এমনকী তার মধ্যে একটি রেল ক্রসিং ছিল। এছাড়া, বেশ কয়েকবার ডানদিক ও বাঁদিক নিতে হয়েছে। যা ভেবেই বিস্মিত হয়ে পড়েছেন সকলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি চালানোর সময় ওই বাচ্চা প্রতিটি ট্রাফিক আইন মেনেছে। এমনকী, নির্দিষ্ট স্পিড লিমিটের মধ্যেই থেকেই সে গাড়ি চালিয়েছে বলে জানান তাঁরা।
ম্যাক ডোনাল্ডে পৌঁছনোর পর ছেলেটির পরিবারের এক পরিচিত ব্যক্তি সেখানে ছিলেন। তিনিই খুদের দাদু-দিদাকে খবর দেন। তারপরই খবর যায় বাবা-মায়ের কাছে।
ততক্ষণে অবশ্য চিজবার্গার খেতে শুরু করে দিয়েছে ওই ছেলেটি। ইতিমধ্যে খবর পেয়ে সেখানে পৌঁছন জেকব। তিনি খুদেকে প্রশ্ন করেন, কোথা থেকে সে গাড়ি চালাতে শিখল?
ছোট্ট ছেলের জবাব শুনে কার্যত স্তম্ভিত হয়ে পড়েন ওই পুলিশ অফিসার। সে জানিয়েছে, ইউটিউবের ভিডিও দেখেই না কি সে এসব শিখে ফেলেছে! পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও, তারা জানিয়েছে, ছেলেটির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হচ্ছে না।