এক্সপ্লোর
Advertisement
তলব পেয়েও গরহাজির, মুশারফের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্তের নির্দেশ
পেশোয়ার: বারবার তলব পেয়েও হাজিরা না দেওয়ায় পারভেজ মুশারফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল বিশেষ আদালত। প্রাক্তন পাক একনায়কতন্ত্রী প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানি চলছিল সেখানে। বারংবার নোটিস পাঠানো সত্ত্বেও না আসায় পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি মজহর আলম মিঁয়াখেলের নেতৃত্বাধীন বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ ‘ঘোষিত অপরাধী’ মুশারফের বিরুদ্ধে আজ ওই নির্দেশ জারি করে। পাশাপাশি আদালত ৭২ বছর বয়সি প্রাক্তন পাক সেনাপ্রধানকে হয় গ্রেফতার বা তিনি নিজে থেকে আত্মসমর্পণ না করা পর্যন্ত মামলার শুনানি স্থগিত ঘোষণা করেছে। বিচারপতি মিঁয়াখেলকে উদ্ধৃত করে ডন সংবাদপত্র জানিয়েছে, অভিযুক্তের অনুপস্থিতিতে তার বিচার হতে পারে না। এটাই আইন। মামলায় দোষী ঘোষিত হলে মুশারফের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
বিচারপতি বলেন, অভিযুক্তের যা মনোভাব, তাতে আদালতের সামনে আর কোনও রাস্তা খোলা নেই। সে কারণে বিশেষ আদালত কর্তৃপক্ষকে মুশারফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি বাজেয়াপ্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালিত হয়েছে কিনা, সে ব্যাপারে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
মুশারফের বিদেশ যাত্রার ওপর থেকে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এ মাসেই চিকিত্সা করাতে তিনি দুবাই গিয়েছেন বলে শোনা যাচ্ছে। এহেন জল্পনাও রয়েছে যে, তাঁর বিরুদ্ধে একগুচ্ছ হাই প্রোফাইল মামলা ঝুলছে, তাই তিনি দেশে আর নাও ফিরতে পারেন।
জিও টিভি-র খবর, মুশারফের সম্পত্তির ব্যাপারে আদালতে রিপোর্ট দিয়েছে অভ্যন্তরীণ মন্ত্রকও।
মুশারফের আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। বিদেশে চিকিত্সা করাতে গিয়েছেন। তিনি স্কাইপির মাধ্যমে মক্কেলের বক্তব্য পেশ করার সুযোগ চেয়েছিলেন। যদিও তা আদালত নাকচ করে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
মালদা
Advertisement