এক্সপ্লোর
Advertisement
ভারতের এনএসজি-তে ঢোকা ঠেকাতে ১৭টি দেশকে চিঠি লেখেন শরিফ, জানালেন আজিজ
ইসলামাবাদ: ভারত যাতে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি)-তে জায়গা না পায়, সেজন্য ১৭টি দেশের প্রধানমন্ত্রীদের নিজে চিঠি লিখেছিলেন নওয়াজ শরিফ। এহেন কূটনৈতিক প্রয়াসের জেরেই ভারতের এনএসজি-র সদস্যপদ পাওয়া হয়নি বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ।
নিজেই আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন, এনএসজি-তে অন্তর্ভুক্তির প্রশ্নে বিশ্ব নেতাদের কাছে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছিলেন তাঁরা।
সম্প্রতি সিওলে এনএসজি-র প্লেনারি বৈঠকে ভারতের সদস্যপদের দাবির ইস্যুতে ঐকমত্য হয়নি। চিন সহ বেশ কিছু দেশ দাবি করে, যেহেতু পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি, ভারত তাই এনএসজি-র সদস্য হতে পারে না। ভারতের এনএসজি-তে সামিল হওয়ার উদ্যোগ ভেস্তে যাওয়ায় পাকিস্তান তার কূটনৈতিক সাফল্য হয়েছে বলে দাবি করলেও তার নিজের এই এলিট গোষ্ঠীতে ঢোকার প্রয়াসের কী হল, সে ব্যাপারে নীরব।
এদিকে আজিজ এদিন এও জানান, চরবৃত্তির দায়ে গ্রেফতার হওয়া ভারতীয় কুলভূষণ যাদবের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ জোগাড় করছেন তাঁরা। যাদবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি। পাকিস্তানের দাবি, বালুচিস্তানে গত মার্চে গ্রেফতার করা যাদব ভারতীয় নৌবাহিনীর কর্মরত অফিসার। পাকিস্তানে নাশকতা ছড়ানোর ছক কষেছিলেন তিনি। পাল্টা ভারত যাদব অতীতে নৌবাহিনীতে ছিলেন বলে স্বীকার করলেও জানিয়ে দিয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্কই নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement