লন্ডন : 'জঙ্গি সংগঠন' তালিবান সংক্রান্ত পোস্টের ক্ষেত্রে কড়া অবস্থান ফেসবুকের। মার্কিন মুলুকের এই সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্টদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষিত জঙ্গি সংগঠন তালিবানদের ক্ষেত্রে তাদের 'সোশ্যাল' নিষেধাজ্ঞা জারি থাকবে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি ফেসবুকের বক্তব্যে স্পষ্ট জানানো হয়েছে, তালিবানদের সমর্থন করে কোনও অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করা হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। নির্দিষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে জারি হতে পারে নিষেধাজ্ঞাও।


তালিবানদের দাপাদাপিতে রোজই বদলে যাচ্ছে আফগানিস্তানের চেনা চিত্রটা। এই অবস্থায় গোটা বিশ্ব আফগানদের অসহায়তার সাক্ষী হচ্ছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমের সুবাদে। কিন্তু কোন 'কনটেন্ট' তাদের প্ল্যাটফর্মে থাকবে এই নিয়ে বিভিন্ন সোশ্যাল সংস্থা আপদকালীন ভিত্তিতে গাইডলাইন তৈরি করেছে। একাংশের অভিযোগ, তালিবানরা যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যদিও সে নিয়ে কিছু বলতে না চাইলেও ফেসবুকে কোন কোন তথ্য থাকবে তা নিশ্চিত করতে ফেসবুকের তরফে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আর যে কোনও তালিবান সমর্থনে পোস্টের ক্ষেত্রে কড়া পদক্ষেপের ভাবনা নেওয়া হয়েছে। সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী তালিবান ঘোষিত জঙ্গি সংগঠন, তাই আমরা তাদের সংক্রান্ত বিভিন্ন খবরে নিষেধাজ্ঞা জারি রাখারই সিদ্ধান্ত নিয়েছি। তালিবান সমর্থনে যে অ্যাকাউন্টগুলি থেকে পোস্ট হচ্ছে সেগুলো চিন্তিত করে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে।'


এদিকে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক আফগান তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সাহায্য চাইছেন। মার্কিন মাইক্রো ব্লগিং ও সোশ্যাল মিডিয়া সংস্থার পক্ষে গোটা পরিস্থিতির দিকে নজর ও প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।


আরও পড়ুন- তালিবানকে জঙ্গি সংগঠন ঘোষণা ফেসবুকের, নিষিদ্ধ আপত্তিকর কন্টেন্ট


আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’র ঘোষণা করে মহিলাদের কাজে ফিরতে বলল তালিবান


"তালিবানদের বিশ্বাস করা যাবে না, ওরা এখন এক কথা বলছে, কিন্তু পরের দিন উল্টোটা করবে"