এক্সপ্লোর
মোরগ ও কুকুরের লড়াই: ভিডিওতে দেখুন-কার জিত, কার হার

নয়াদিল্লি: কুকুরের সঙ্গে মোরগের লড়াই হলে ফল কী আর হবে! ভাবছেন, কুকুরই জিতবে। কিন্তু কুকুর ও মোরগের লড়াইয়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে কুকুরটিকে মোরগের তাড়া খেয়ে পালাতে দেখা যাচ্ছে। ব্রাজিলে ওই ভিডিওটি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। দেখা যাচ্ছে, একটি রাস্তার কুকুর মুরগীর ওপর ঝাঁপিয়ে পড়েছে। সেটিকে কিছুদূর টেনেও নিয়ে যায় কুকুরটি। কিন্তু এত সহজে হার মানবার পাত্র নয় মোরগটি। নিজের থেকে বড়সড় কুকুরটিকে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে তুলল মোরগটি। কিছুক্ষণ লড়াই করার পর কুকুরটি লড়াইয়ে ক্ষান্তি দেয়। কিন্তু মোরগ ফের হামলা চালায়। খানিক লড়াই করে পিঠটান দেয় কুকুরটি। কিন্তু পিছু ছাড়েনি মোরগ। সে তাড়া করে কুকুরটিকে। পাড়া ছাড়িয়ে মাঠ পর্যন্ত তাড়া করে কুকুরটিকে। ঘটনায় সময় যাঁরা ছিলেন তাঁরা হাসিতে ফেটে পড়লেন। দেখুন ভিডিও-
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















