এক্সপ্লোর
Advertisement
বিক্ষোভের মাঝে শুরু হল জি-২০ সম্মেলন, ব্রিকস নেতাদের সঙ্গে সাক্ষাৎ মোদীর
হ্যামবুর্গ: আজই জার্মানির হ্যামবুর্গে শুরু হল জি-২০ সম্মেলন।মূলত, বাণিজ্য, খোলা অর্থনীতি এবং সন্ত্রাস দমন নিয়েই আলোচনা হবে জি-২০ সম্মেলনে। এই সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রিকস অন্তর্ভূক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্মেলনের আয়োজককারী দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল আজ দ্বাদশতম জি-২০ সম্মেলনের উদ্বোধনে সেখানে উপস্থিত প্রত্যেক দেশের প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এছাড়া ব্রিকস অন্তর্ভূক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিরাও আলাদাভাবে একটি বৈঠক করেন। তবে সেখানে ঠিক কী প্রসঙ্গে আলোচনা হয়েছে, সে নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।
এদিকে সম্মেলন শুরুর আগে, সেখানে প্রতিবাদ-বিক্ষোভ দেখায় বিভিন্ন ডানপন্থী দল এবং পুঁজিবাদ বিরোধী সংগঠনগুলি। বিক্ষুব্ধ জনতাকে সেখান থেকে সরিয়ে দিতে পুলিশকে জল কামান, টিয়ার গ্যাস, পিপার স্প্রে করতে হয়। গতকাল সন্ধেবেলা এখানে এসে পৌঁছন মোদী। বেশ কয়েকটি দেশের প্রধান যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে মোদীর।
সম্মেলন উপলক্ষে জার্মানির এই শহরটি এখন কার্যত এক দুর্গে পরিণত হয়েছে। সারা বিশ্বের প্রায় ৬৭ টি দেশ থেকে সাড়ে চার হাজার সাংবাদিক এসেছেন সম্মেলনে যোগ দিতে। দুদিন ব্যাপী এই সম্মেলনে মূলত, সন্ত্রাস দমন নীতি, পরিবেশ পরিবর্তন এবং বিশ্ব অর্থনীতি নিয়েই আলোচনা হওয়ার কথা। এই সম্মেলনে যোগ দিতে জার্মানি এসে পৌঁছেছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তুরস্কের তাইপ এর্ডোগান, ফ্রান্সের ইমানুয়েল ম্যাকরন এবং ব্রিটেনের থেরেসা মে। পুরো শহরের নিরাপত্তার জন্যে প্রায় পনেরো হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement