দুবাইযের লিফটে ভারতীয় কিশোরীর শ্লীলতাহানি, ধৃত পাক নাগরিক
দুবাই: দুবাইয়ে বসবাসকারী ভারতীয় কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে।
খবরে প্রকাশ, ওই কিশোরী স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল, সেই সময় আবাসনের লিফটে ওই ব্যক্তি তার শ্লীলতাহানি করে।
কিশোরীর অভিযোগ, লিফটের মধ্যে ২৪ বছরের ওই পাক নাগরিক আচমকা তার ইউনিফর্মে সাঁটা নামের ট্যাগে টান দেয়। সঙ্গে সঙ্গে, কিশোরী সরে যায়। তিন তলায় লিফট থামার পর দরজা খুলতেই ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরে।
মেয়েটি দৌড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে পরিবারকে গোটা ঘটনা জানায়। পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে ওই পাক নাগরিককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে স্কুলপড়ুয়ার শ্লীলতাহানি করার অভিযোগ দায়ের হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একটি সংস্থায় কেরানীর কাজ করে। যদিও আদালতে পেশ করা হলে অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করে। মেয়েটি অভিযুক্তকে টিআই প্যারেডে চিহ্নিত করে।
আগামী ২৫ তারিখ এই মামলার রায় দেওয়া হবে।