International Anti-Corruption Day 2021: আজ আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস, ইতিহাস-থিম ও তাৎপর্য্য
International Anti-Corruption Day 2021: ইউএনসিএসি (UNCAC) হল একটি চুক্তি, যা স্বাক্ষর করেছিল রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুর্নীতি হ্রাস করার লক্ষ্যে এই চুক্তি।
নয়াদিল্লি: প্রত্যেক বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস (International Anti-Corruption Day 2021) হিবেসে পালন করা হয়। দুর্নীতির কবল থেকে মুক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনা গড়ে তুলতেই এই দিবস পালন করা হয়। সমাজের সর্বস্তরকেই প্রভাবিত করে দুর্নীতি। দীর্ঘমেয়াদি উন্নতির লক্ষ্যের দিকে অগ্রগতি সুনিশ্চিত করে তুলতে পারে দুর্নীতির প্রতিরোধ।
আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস-ইতিহাস ও তাৎপর্য্য (INTERNATIONAL ANTI-CORRUPTION DAY 2021:HISTORY AND SIGNIFICANCE)
দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে রাষ্ট্রপুঞ্জ( United Nations) এই দিবস পালনের প্রথম উদ্যোগ নিয়েছিল ২০০৩ সালের ডিসেম্বর মাসে। দুর্নীতির বিরুদ্ধে ইউএনসিএসি রাষ্ট্রপুঞ্জ কনভেনশনের খসড়া তৈরি হয়েছিল ২০০৩-এর ৩১ ডিসেম্বর। ইউএনসিএসি (UNCAC) হল একটি চুক্তি, যা স্বাক্ষর করেছিল রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুর্নীতি হ্রাস করার লক্ষ্যে এই চুক্তি। এ ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে চুক্তি অনুযায়ী।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সারা বিশ্বে উদযাপিত হয় রাষ্ট্রপুঞ্জের ডেভেলাপমেন্ট প্রোগ্রামের পরিচালনায়। সমস্ত সংস্থাগুলি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং তথ্যের আদানপ্রদানের প্রচার ও প্রসারকে উৎসাহিত করতে সমস্ত আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে। এই দিন উদযাপন করে সরকার ও অ-সরকারি প্রতিষ্ঠানগুলি। স্কুল ও কলেজের পড়ুয়াদের লেখা ও বক্তৃতার প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস ২০২১- থিম (INTERNATIONAL ANTI-CORRUPTION DAY 2021: THEME)
এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে প্রত্যেক ব্যক্তির অধিকার ও দায়িত্ব তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে রয়েছে সরকার, সরকারি আধিকারিক, আমলা, পুলিশ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বেসরকারি ক্ষেত্র ও নাগরিক সমাজ প্রত্যেককেই সামিল রাখা হয়েছে।
দুর্নীতির মতো আন্তর্জাতিক সমস্যার বিরুদ্ধে সংগ্রাম কোনও দেশেরই নয়, প্রত্যেক ব্যক্তিরও সংগ্রাম। সমাজে সততা বজায় রাখতে সর্বস্তরে দুর্নীতির প্রতিরোধ করতে হবে। এই লক্ষ্য পূরণে নীতি, ব্যবস্থা ও পদক্ষেপ কার্যকর করতে হবে, যাতে সবাই দুর্নীতির বিরুদ্ধে সরব হতে পারেন এবং দুর্নীতিকে প্রত্যাখ্যান করতে পারেন।