এক্সপ্লোর
Mother Goddess Temple: ছুঁয়ে দিলেই সোনা! মিডাসের দেশে নয়া আবিষ্কার, তুরস্কে সন্ধান মিলল প্রাচীন মন্দির, পবিত্র গুহার
Ancient Temple in Turkey: তুরস্কে প্রাচীন মন্দিরের সন্ধান মিলল। নয়া আবিষ্কার ঘিরে শোরগোল। ছবি: Blige Yilmaz Kolanci-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
ছবি: Blige Yilmaz Kolanci-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/11

সুদূর তুরস্কে প্রাচীন মন্দিরের সন্ধান মিলল এবার। গুহার গায়ে পাথরের উপর খোদাই করা রয়েছে দেবীমূর্তি। ভিতরে সভ্যতার অন্য নিদর্শনও মিলল। মাতৃদেবীর উপাসনায় ওই মন্দিরের নির্মাণ হয়েছিল বলে মনে করছেন প্রত্নতত্ববিদরা।
2/11

ওই মন্দিরটির বয়স প্রায় ২৭০০ বছর। ডেনিজলি শহরের কাছে ওই প্রাচীন মন্দির ও ‘পবিত্র’ দ্বিমুখী গুহাটির সন্ধান মিলেছে। খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৬৫০ নাগাদ ওই মন্দিরটির নির্মাণ হয়। সেই সময় তুরস্ক ছিল আনাতোলিয়া।
Published at : 07 Oct 2025 06:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















