এক্সপ্লোর
Advertisement
ফ্লোরিডা বিমানবন্দরে মহম্মদ আলির ছেলেকে আটকে ধর্ম পরিচয় জানতে চাইল অভিবাসন আধিকারিকরা
ফ্লোরিডা: কিংবদন্তী বক্সার মহম্মদ আলির ছেলেকে ফ্লোরিডা বিমানবন্দরে আটকে রেখে তাঁর ধর্ম পরিচয় জানতে চাইল অভিবাসন আধিকারিকেরা। জানা গিয়েছে, ঘটনাটি এ মাসের শুরুর দিকে ঘটে এবং সেদিন দীর্ঘক্ষণ মহম্মদ আলি জুনিয়রকে বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি জামাইকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফোর্ট লাউডারডেল হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন মহম্মদ আলি জুনিয়র এবং বক্সারের প্রথম পক্ষের স্ত্রী খালিলা ক্যামাচো আলি। কিন্তু বিমানবন্দরে শুল্ক বিভাগের চেকআপের সময় তাঁদের নাম দেখে আটক করেন অভিবাসন আধিকারিকেরা। আজ একথা জানিয়েছেন মহম্মদ আলির ছেলের পারিবারিক বন্ধু এবং আইনজীবী ক্রিস ম্যানসিনি।
তবে মহম্মদ আলির স্ত্রী যখন আধিকারিকদের তাঁর সঙ্গে বক্সারের ছবি দেখান, তখন তাঁকে যেতে দেন তাঁরা। কিন্তু ছেলেকে দুঘণ্টা ধরে জেরা করা হয়। জানতে চাওয়া হয়, তাঁর নামটা তিনি কোথা থেকে পেয়েছেন? তিনি মুসলিম কিনা?
আধিকারিকদের প্রশ্নের জবাবে মহম্মদ আলির ছেলে জানান, তিনি মুসলিম। এরপর তাঁর ধর্ম, তাঁর জন্মস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়? তবে এধরনের হেনস্থার জন্যে মহম্মদ আলির ছেলের ওই আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষের নেওয়ার ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়েছেন তাঁদের পক্ষের আইনজীবী।
এর আগে সারা দুনিয়া ভ্রমণ করলেও, তাঁদের এধরনের প্রশ্নের সামনে কখনওই পড়তে হয়নি বলে জানিয়েছেন বক্সারের পরিবার। তাঁদের ধারণা, গত ২৭ জানুয়ারি ট্রাম্পের উদ্বাস্তু এবং শরণার্থী সম্পর্কে জারি করা নির্দেশিকার প্রেক্ষিতেই এধরনের প্রশ্নের মুখে পড়তে হল তাঁদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement