নয়া দিল্লি : এবার পদার্থবিদ্যায় নোবেল ঘোষণা। যৌথভাবে ফিজিক্সে নোবেল পুরস্কার পেলেন সুকুরো মানাবে, ক্লস হ্যাসেলমান ও জর্জিও পারিসি। জটিল 'ফিজিক্যাল সিস্টেম' সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারের অর্ধেক যৌথভাবে সুকুরো মানাবে, ক্লস হ্যাসেলমানকে "পৃথিবীর জলবায়ুর মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং বিশ্ব উষ্ণায়নের ভবিষ্যদ্বাণী করার জন্য" দেওয়া হয়েছে। পুরস্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসিকে দেওয়া হয়েছে।
দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোরান কে হ্যানসন এবছরের পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন। গত বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন রজার পেনরোজ ও রেইনহার্ড গেঞ্জেল ও অ্যান্দ্রে হেজ-কে।
আরও পড়ুন ; আমার আফগান বোনেদের জন্য ভয় পাচ্ছি : মালালা
গতকাল মেডিসিনে নোবেল পুরস্কার বিজেতার নাম ঘোষণা হয়। এবার মেডিসিনে যৌথ ভাবে পুরস্কৃত হয়েছেন ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান । "রিসেপ্টরস ফর টেম্পারেচার অ্যান্ড টাচ"-সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান তাঁদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন ; মেডিসিনে যৌথভাবে নোবেল ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ানকে
গত বছর থেকে নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাক ক্রাউন বা ১,১০,০০০ ডলার পাচ্ছেন। সুইডিশ সংবাদমাধ্যমের খবর, পুরস্কার অর্থ ৯ মিলিয়ন ক্রাউন বা ৩,৮৮,৩১৭.৬৭ ডলার থেকে বেড়ে হয়েছে ১০ মিলিয়ন ক্রাউন বা ৪,৩১,৩৯০ ডলার। ১৯০১ সাল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। নোবেল ফাউন্ডেশন বলছে, ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেল গোটা বিশ্বে সমাদৃত এই পুরস্কারের জন্য প্রায় ৩১ মিলিয়ন ক্রাউন বা ১৩,৩৮,০৫৩ ডলার রেখে যান, আজকের হিসেবে এই অর্থমূল্য প্রায় ১.৮ বিলিয়ন ক্রাউন বা ৭,৭৬,৯৩,৪০০ ডলার। প্রথমে জয়ীরা পেতেন ৬,৪৭২.২১ ডলার, ১৯৮১-তে তা বেড়ে দাঁড়ায় ৪৩,১৪৪.০৪ ডলার।