এক্সপ্লোর
Advertisement
কোহলিদের হার: বালুচিস্তান, শ্রীনগরে বিজয়োত্সবের ছবি দেখিয়ে ভারতকে বিদ্রূপ পাকিস্তান সেনাবাহিনীর
ইসলামাবাদ: লন্ডনের মাঠে বিরাটবাহিনীর ট্রফি জয়ের স্বপ্ন চুরমার হওয়ার পর বালুচিস্তানের লোকজন কেমন ধুমধাম করে পাকিস্তানের সাফল্যে মাতামাতি করছেন, সোস্যাল মিডিয়ায় তার ছবি দেখিয়ে ভারতকে বিদ্রুপ করছে পাকিস্তান সেনাবাহিনী।
পাক প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভিক্ট্রি সাইন দেখাচ্ছেন, পাক সেনা জওয়ানরা নাচানাচি করছেন, তার ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। সঙ্গে মন্তব্য, এই আমাদের সেই বালুচিস্তান। টু হুম ইট মে কনসার্ন, লে অফ। অর্থাত্ যাদের মাথাব্যাথা আছে, তারা হাত তুলে নাও!
গত বছরের স্বাধীনতা দিবসের ভাষণে বালুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর পাকিস্তান সেনার অত্যাচারের কথা তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত, তারই পাল্টা বালুচিস্তান ইস্যু তুলে পাক সেনার এহেন খোঁচা। এখানেই শেষ নয়। পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায় শ্রীনগরের লোকজনও রাস্তায় নেমে বিজয়োত্সব পালন করেছে বলে দাবি তাঁর। সেই ছবিও পোস্ট করেছেন গফুর। লিখেছেন, আর এই হল শ্রীনগর!And this is Our Baluchistan. "To whom it may concern". Lay off!#HumSabKaPakistan ????????Pakistan Zindabad. pic.twitter.com/JGjXaRrzRi
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) June 18, 2017
And this is.........Srinagar!! pic.twitter.com/Espi1dcmcq — Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) June 18, 2017আরেকটি ট্যুইটে তিনি লিখেছেন, পাকিস্তানের বীর সেনা জওয়ানরা টিম পাকিস্তান ও গোটা দেশকে অভিনন্দন জানায়। ঐক্যবদ্ধ ভাবেই শত্রুদের যাবতীয় হুমকির মুখে পাকিস্তানকে রক্ষা করব আমরা।
Valiant soldiers of Pakistan congrat Team Pak & Nation.United we shall defend Pak against all threats our enemies hatch.#HumSabKaPakistan pic.twitter.com/uLrmyJ3JTi
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) June 18, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement