এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্ত রাশিয়ার শিক্ষামন্ত্রী, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৫০,০০০, বললেন পুতিন
করোনা আক্রান্ত রাশিয়ার শিক্ষামন্ত্রী ভ্যালারি ফালকভ। তাঁকে নিয়ে রাশিয়ার মন্ত্রীসভার চার মন্ত্রী করোনা সংক্রমণের শিকার হলেন। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। শিক্ষামন্ত্রীকে নিয়ে আক্রান্ত ৬ প্রশাসনিক কর্তা। এখনও অবধি রাশিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫০,০০০, জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো: করোনা আক্রান্ত রাশিয়ার শিক্ষামন্ত্রী ভ্যালারি ফালকভ। তাঁকে নিয়ে রাশিয়ার মন্ত্রীসভার চার মন্ত্রী করোনা সংক্রমণের শিকার হলেন। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। শিক্ষামন্ত্রীকে নিয়ে আক্রান্ত ৬ প্রশাসনিক কর্তা। এখনও অবধি রাশিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫০,০০০, জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার সরকারি একটি মিটিং-এ কোনওরকম রাখঢাক না রেখেই প্রেসিডেন্ট জানান, করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ভ্যালারি ফালকভ। করোনা টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। পুতিন ভ্যালরির কাছে জানতে চান কেমন আছেন তিনি। উত্তরে শিক্ষামন্ত্রী জানান, আপাতত সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসার পর ফের করোনা টেস্ট হলে নেগেটিভ আসে সেই রিপোর্ট। ফের কাজেও যোগ দিয়েছেন তিনি।
পুতিন আরও জানান, রাশিয়ায় ২৫০,০০০-এর বেশি করোনা সংক্রমণের শিকার। যদিও, দেশের বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিক আন্না পাপোভা জানিয়েছেন, ভাইরাস সংক্রমণের হার কমাতে সক্ষম হয়েছে রাশিয়া। প্রায় দু-সপ্তাহ পর রাশিয়ায় একদিনে করোনা পজিটিভ কেসের সংখ্যা ১০ হাজারের নীচে নেমেছে।
মস্কো সহ বেশ অনেক জায়গাই বর্তমানে লকডাউনের সপ্তম সপ্তাহ কাটাচ্ছে। মস্কোর মেয়র সেরগেই সব্যানিন জানান, রোজ ১০ হাজার বিনামূল্যে টেস্টের ব্যবস্থা করছে প্রশাসন। এর ফলে কাবু করা সহজ হবে করোনা বৃদ্ধির সংখ্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement