ওয়াশিংটন: আমেরিকার হোয়াইট হাউসে আয়োজিত কোয়াড দেশগুলির শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকের উদ্দেশ্য তুলে ধরলেন। তিনি বললেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আমাদের প্রকৃত উদ্দেশ্য। সেইসঙ্গে বিশ্বকে অগ্রগতি ও সম্বৃদ্ধির দিশায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেছেন, আমরা চারটি দেশ ২০০৪-এর সুনামির পর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একসঙ্গে এসেছিলাম। এখন সারা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আরও একবার কোয়াড রূপে মানবতার কল্যাণের লক্ষ্যে একত্রিত হয়েছি।
প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, আমাদের কোয়াড করোনা মোকাবিলার লক্ষ্যে কাজ করব।
কোয়াডের এই বৈঠকের জন্য প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের কোয়াড ইন্দো-প্রশান্ত সাগরীয় অঞ্চল ও সমগ্র বিশ্বে শান্তি ও সম্বৃদ্ধি নিয়ে আসবে বলে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।
"ভারত-আমেরিকার সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে", বৈঠকে মত বাইডেনের
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট কোয়াড বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আমরা বিশ্বের চারটি অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। লক্ষ্যে কীভাবে পৌঁছতে হয়, তা আমাদের জানা রয়েছে।
Airbus C295: আত্মনির্ভর ভারতে বড় পদক্ষেপ, ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বিমান বানাবে টাটা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আমরা চারটি গণতান্ত্রিক দেশ। আমরা এমন এক আন্তর্জাতিক ব্যবস্থা বিশ্বাস করি, যা মুক্ত পরিবেশ তৈরি করে।
হোয়াইট হাউসে কোয়াড্রিল্যাটারাল ফ্রেমওয়ার্ক (কোয়াড) নেতাদের শীর্ষ সম্মেলন হোয়াইট হাউসে হয়। এই বৈঠকে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের ইয়োশিহিদে সুগা।