এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে সুষমা, বৈঠক করবেন আমেরিকা-জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে
নিউ ইয়র্ক: আজ নিউ ইয়র্কে ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ভারত, আমেরিকা ও জাপানের বিদেশমন্ত্রী। তিন দেশের মধ্যে বোঝাপড়া বাড়াতে তাঁদের মধ্যে আলোচনা হবে। যেভাবে দক্ষিণ এশিয়ায় চিন যেন তেন প্রকারেণ শক্তিবৃদ্ধির চেষ্টা করছে, এই বৈঠক হবে তার প্রেক্ষাপটে।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই মুহূর্তে নিউ ইযর্কে। সেখানেই তিনি বৈঠক সারবেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও জাপানি বিদেশমন্ত্রী তারো কোনোর সঙ্গে। এক সপ্তাহের সফরে সুষমা নানা আন্তর্জাতিক নেতার সঙ্গে ২০টির মত দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ২৩ তারিখ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি।
আগামীকাল তাঁর একের পর এক বৈঠক করার কথা তিউনিসীয় বিদেশমন্ত্রী, ভুটানি প্রধানমন্ত্রী, ড্যানিশ বিদেশমন্ত্রী, লাতভিয়ার বিদেশমন্ত্রী ও বলিভিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে। এছাড়াও তিনি ওয়াশিংটনের আহ্বান করা রাষ্ট্রসঙ্ঘের সংস্কার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। বৈঠকের সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement