এক্সপ্লোর
কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে হত ২৪, নিন্দা মোদীর
কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের। জখম হয়েছেন অন্তত ৪২ জন। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ এমনই জানিয়েছেন। কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায়স্বীকার করেনি। তবে সন্দেহের তির তালিবানের দিকে।
এই ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইট করে বলেছেন, নিহতদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের মানুষ ও সরকারের পাশে আছে ভারত।
পশ্চিম কাবুলে আজ সকালে স্থানীয় সময় অনুযায়ী সাতটায় এই বিস্ফোরণ ঘটে। একটি বাসে চড়ে সরকারি কর্মীরা যাচ্ছিলেন। বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেই বাসে ধাক্কা মারে। যে অঞ্চলে এই বিস্ফোরণ ঘটেছে, সেখানেই প্রথমসারির রাজনৈতিক নেতা মহম্মদ মোহাকিকের বাসভবন। কাছেই সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের মানুষের বাস। আফগানিস্তানের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অতীতেও বারবার হামলা হয়েছে। আজকের বিস্ফোরণের লক্ষ্যও তাঁরাই হতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
সম্প্রতি আফগানিস্তানে নতুন করে নাশকতা শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছে, এ বছরের প্রথম ৬ মাসে সন্ত্রাসবাদী হামলায় অন্তত ১,৬৬২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ জখম হয়েছেন। কাবুলে একের পর এক বিস্ফোরণ ঘটছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement