Russia-Ukraine War Live Updates: ইউক্রেনকে লক্ষ্য করে ১০০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি আমেরিকার
Russia-Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট এক নজরে।
গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দাবি আমেরিকার।
'শান্তি চান না ভ্লাদিমির পুতিন। আরও নিষেধাজ্ঞা চাপানো উচিত মস্কোর উপর', বললেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
অন্য দেশ থেকে ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেবে নরওয়ে। আপাতত মলদোভা থেকে ২ হাজার ৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে তারা।
জীবাশ্ম জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল ইউরোপ। তার জন্যই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, দাবি ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনে খারকিভের কাছে একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে আছড়ে পড়ল রুশ বোমা। মৃত্যু কমপক্ষে ২১ জনের। আহত কমপক্ষে ২৫।
৩২ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন। জানাল রাষ্ট্রপুঞ্জ।
মারিউপোল থিয়েটারে নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। জানাল শহর প্রশাসন। শতাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে খবর।
আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনকে এস-৩০০ দিতে প্রস্তুত স্লোভাকিয়া। শুধু ন্যাটোকে বিকল্পের জোগান দিতে হবে। জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
রাশিয়া এবং বেলারুশের সঙ্গে কর সহযোগিতায় ইতি। কোনও রকম তথ্য আদানপ্রদানও নয়। জানিয়ে দিল ব্রিটেন।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় আগ্রহী তুরস্ক। ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকে আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ এর্দোয়ান। দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতির পক্ষে সওয়াল তাঁর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সিঁদুরে মেঘ দেখছে ফ্রান্স। খাদ্যশস্য উৎপাদনে দুই দেশের ভূমিকাই গুরুত্বপূর্ণ। যুদ্ধের জেরে জায়গা আগামী ১২ থেকে ১৮ মাস গোটা বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে বলে জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ।
নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে তুরপস্ককে। তবেই শান্তিচুক্তিতে স্বাক্ষর। রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে জানিয়ে দিল ইউক্রেন।
বাণিজ্যে রাশিয়ার বিকল্প খুঁজছে ভারত! জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। পশ্চিমি নিষেধাজ্ঞার ফাঁস রাশিয়ার গলায় চেপে বসাতেই নতুন করে ভাবনা।
ইউক্রেন থেকে দলে দলে প্রবেশ শরণার্থীদের। জার্মানিতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৭ হাজার ৪২৮ শরণার্থীর প্রবেশ। জানাল সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক।
রাশিয়া-ইউক্রেন নিয়ে আলোচনা। শুক্রবার চিন-আমেরিকা বৈঠক। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন জো বাইডেন।
মারিউপোল থিয়েটার থেকে উদ্ধার ১৩০ জন। এখনও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। জানালেন ইউক্রেনের সাংসদ ওলগা স্টেফানিশিনা।
রুশ আগ্রাসনে ছিন্নভিন্ন দেশ। তার মধ্যেই বসন্তকালীন চাষের কাজ শুরু ইউক্রেনে। জানালেন দেশের কৃষিমন্ত্রী টরাস ভিসোৎস্কি।
ইউক্রেন নিয়ে ভারতের অবস্থানে অসন্তুষ্ট ব্রিটেন। জানালেম সে দেশের বাণিজ্যমন্ত্রী অ্যান মেরি ট্রেভেল্যান।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে আন্তর্জাতিক সীমান্ত চূড়ান্ত হয়েছিল, তা মেনেই চলতে হবে রাশিয়াকে। দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির উপদেষ্টার।
যুদ্ধবিরোধী আন্দোলন দেশে। দলে দলে চাকরি ছাড়ছেন সাধারণ মানুষ। দেশ ছেড়েও বেরিয়ে যাচ্ছেন অনেকে। সকলকে বিশ্বাসঘাতক হিসেবে দাগিয়ে দিল রাশিয়া।
স্বাধীনতা এবং দাসত্বের মাঝে দেওয়াল গড়ছে রাশিয়া। তা ভেঙে চূর্ণ করে দেওয়া হোক। ইউরোপকে আর্জি জেলেনস্কির।
তিন সপ্তাহব্যাপী যুদ্ধে ১৪ হাজার রুশ সেনার মৃত্যু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০০ জনের, জানাল ইউক্রেন সরকার।
বোমা-গুলিবর্ষণ অব্যাহত। ভিডিও কনফারেন্সে চলছে আলোচনাও। জানালেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। সামরিক, রাজনৈতিক এবং মানবিক বিষয়গুলি নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা চলছে।
মারিউপোলে থিয়েটার হলে গোলাবর্ষণ । ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের চাপা পড়ে আছেন। বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা । মারিউপোলের নাপতুনে একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়। শিশুদের নিয়ে মহিলারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ভোট দিলেন ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারী। এর আগে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকে ভারত।
ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের অস্ত্রসাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং আত্মরক্ষার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য অব্যাহত রাখবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ত্রাণও দেবে আমেরিকা। অতিরিক্ত আর্থিক সহায়তা দিয়ে তারা ইউক্রেনকে অর্থনৈতিক ভাবে সমর্থন করতে প্রস্তুত।
ট্যুইটে পুতিনের নিন্দা করলেন বাইডেন। লিখলেন, ইউক্রেনে ধ্বংসলীলা চলছে।
মারিউপোলের নাপতুনে একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়। শিশুদের নিয়ে মহিলারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। খারকিভে ফুড ডিপোয় রুশ গোলায় আগুন ধরে যায়।
পরের পর রুশ হামলায় রাজধানী কিভ ভুতুড়ে শহরের চেহারা নিয়েছে। জারি হয়েছে কার্ফু। এর পাশাপাশি, ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র। এর আগে রুশ সেনারা মেয়রকে অপহরণ করেছে বলে অভিযোগ করে ইউক্রেন। একটি ভিডিও বার্তায় মেলিটোপোলের মেয়রকে জেলেনস্কির সঙ্গে কথা বলতেও দেখা যায়।
যুদ্ধের ২২তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। মারিউপোলে থিয়েটার হলে গোলাবর্ষণ। রুশ হামলার হাত থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারখানেক মানুষ। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ে আছেন। বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা ।
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত । রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ভোট ভারতীয় বিচারপতির । রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন বিচারপতি দলবীর ভাণ্ডারী। রাশিয়াকে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ আন্তর্জাতিক আদালতের #India #russia
যুদ্ধ থামানোর জন্য বেশ কিছু শর্তও রেখেছে রাশিয়া। সেই শর্তগুলি পূরণ হলে পরে, ইউক্রেনের উপরে হামলা বন্ধ করতে পারে রাশিয়া । শর্তগুলির মধ্যে, রাশিয়া বলেছে, ন্যাটো(NATO)-র সদস্যপদ নিয়ে ইউক্রেন যেন নিজেদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে। সব শর্ত পূরণ হলেই রাশিয়া যুদ্ধবিরতির পথে হাঁটবে এবং সেনা সরিয়ে নেবে।
২৪ ফেব্রুয়ারি মস্কো কিভের উপর আক্রমণ শুরু করার পর প্রথমবার, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে "যুদ্ধাপরাধী" বলে অভিহিত করেছেন । "ইউক্রেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ভয়াবহতা সৃষ্টি করছে"।
ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র। এর আগে রুশ সেনারা মেয়রকে অপহরণ করেছে বলে অভিযোগ করে ইউক্রেন। একটি ভিডিও বার্তায় মেলিটোপোলের মেয়রকে জেলেনস্কির সঙ্গে কথা বলতেও দেখা যায়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আন্তর্জাতিক আদালত। রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে সেটিকে অজুহাত বানিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।
যুদ্ধের ২২তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। মারিউপোলে থিয়েটার হল ও সুইমিং পুলে গোলাবর্ষণ। এর পাশাপাশি, ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র।
তিন সপ্তাহের মাথায় যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন-রাশিয়া। ইউক্রেন ইন্ডিপেডেন্ট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে। সূত্রের দাবি, এই সম্ভাব্য চুক্তিতে বলা থাকবে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ বন্এধ করার কথা ভাববে ও সোনা সরাতে পারে।
প্রেক্ষাপট
কিভ : বুধবার রাশিয়াকে ইউক্রেনে (Russia Ukraine War) ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) । "রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে স্থগিত করুক " নির্দেশ দেন বিচারকরা । তাঁরা আরও বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়।
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) বুধবার বলেছেন যে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং বিশ্বব্যাপী আধিপত্য অর্জন। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তিন সপ্তাহের এই যুদ্ধ হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
যুদ্ধের ২২ তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যেই ফের ন্যাটোর (NATO) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না। রাশিয়া-ইউক্রেন আলোচনার মাঝেই ফের প্রাণ গেছে এক সাংবাদিকের। নিহত মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজের চিত্র সাংবাদিক পিয়ের জাকরজেউস্কি। কিভের কাছেই একটি জায়গায় সহকর্মী বেঞ্জামিন হলের সঙ্গে কাজ করছিলেন ওই চিত্র সাংবাদিক। সূত্রের খবর, হামলার মাঝে পড়ে তাঁদের গাড়িতে আগুন ধরে যায়।
অন্যদিকে, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও বাংলায় পড়ার ব্যবস্থা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন ইউক্রেন ফেরতরা, জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -