Viral News: মা-র দেহ আঁকড়ে ফুঁপিয়ে কাঁদছে বাঁদর-ছানা, ভাইরাল ভিডিও-য় বিহ্বল নেটিজেনরা
Baby Langur Cried Clinging The Body Of His Mother:মা চলে গিয়েছে, তার নিথর দেহ আঁকড়ে কঁকিয়ে চলেছে খুদে। মাকে ডেকে তোলার মরিয়া চেষ্টা করছে। তখনও সে বুঝে উঠতে পারেনি, মা আর কোনওদিন জাগবে না।
গুয়াহাটি: মা চলে গিয়েছে, তার নিথর দেহ আঁকড়ে কঁকিয়ে চলেছে খুদে। মাকে ডেকে তোলার মরিয়া চেষ্টা করছে। তখনও সে বুঝে উঠতে পারেনি, মা (Mother) আর কোনওদিন জাগবে না (Death)। এক বাঁদর-ছানাকে (Baby Langur) এমন ভাবে কাতরাতে দেখে পথচারীরা বিহ্বল হয়ে পড়েন। মর্মান্তিক এই পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা (IFS Officer Sushant Nanda) যা দেখে কাতর নেটিজেনরা। কেউ কেউ লিখছেন, 'অত্য়ন্ত দুঃখজনক। আমাদের পৃথিবীর বাকি বাসিন্দাদের জন্য কেন পরোয়া করি না? আহা রে বাচ্চা।'
কী ঘটেছিল?
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এই ভিডিও আমাকে বহুদিন ধরে তাড়া করে বেড়াবে। অসমের রাস্তায় একটি গোল্ডেন লেঙ্গুর মরে পড়ে রয়েছে। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে রয়েছে। ও জানে না মায়ের কী হয়েছে। তবে বাচ্চাটি যাতে নিরাপত্তা পায়, সেটি নিশ্চিত করা হচ্ছে।' কী দেখা যাচ্ছে ওই ভিডিওয়? মার নিথর দেহ আঁকড়ে কাঁদছে ওই বাঁদর-ছানা। বার বার মাকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু এতে যে কোনও লাভ নেই, সেটিও স্পষ্ট। দুজনকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে পথচারীর দল। অনেকে বিহ্বল। ছানাটিকে দেখে চোখের জল বাগ মানেনি অনেকেরই।
This will hunt me for a long long time💔💔
— Susanta Nanda (@susantananda3) February 24, 2023
A Golden langur assassinated on the road in Assam. The baby still in its arm not knowing what has befallen him.
I am informed that all steps are being taken to save the baby. pic.twitter.com/iMOcEHquZw
কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের। কেউ ক্ষোভ প্রকাশ করে ফেলেছেন, কেউ আবার দুঃখ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একজন লেখেন, 'হা ঈশ্বর! এমন ঘটনা দেখে শোকপ্রকাশের ভাষা পাচ্ছি না। ছানাটির কথা ভেবে সত্যিই দুঃখ হচ্ছে।' নেটিজেনদের মতে, গাড়ি চালানোর ক্ষেত্রে বাকিদের নিরাপত্তার বিষয়টিও ভেবে দেখা দরকার। আর এক জন লেখেন, 'রাস্তা যদি সাফও থাকে, তাতেও কারও ওভারস্পিড করার অধিকার নেই। তা ছাড়াও গাড়ি চালানোর সময় স্পিডের ব্যাপারটা খেয়াল রাখা দরকার।' কেউ কেউ আবার লেখেন, 'চোখে দেখা যাচ্ছে না, এত নির্মম। বাচ্চাটি যেন এই ধাক্কা সামলে নিতে পারে।' কম-বেশি প্রত্যেকেই এই হৃদয়-বিদারক ও মর্মান্তিক ঘটনায় বিহ্বল। আইএফএস অফিসারের ভিডিওয় ৩৭ হাজার ভিউজ এসেছে। সঙ্গে ১৫০০ 'লাইক'।