এক্সপ্লোর
Viral News: জোরে হাই তুলেছিলেন, ঘাড়ই ভেঙে গেল তরুণীর, চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত পরিবার
Trending News: হাই তুলেছিলেন জোরে। আর তাতেই ঠাঁই হল হাসপাতালে। জলের মতো টাকা খরচ হলেও, আজও পুরোপুরি ঠিক হননি। ছবি: ফ্রিপিক, হেইলি ব্ল্যাকের ফেসবুক পেজ।
ছবি: ফ্রিপিক।
1/15

আড়মোড়া ভাঙতে গিয়ে খিঁচ লাগার কথা শোনা গিয়েছে। কিন্তু জোরে হাই তুলতে গিয়ে ঘাড় ভেঙে যেতে পারে কি? বিশ্বাসযোগ্য মনে না হলেও, বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমন হয়েছে যে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় এক তরুণীকে। আর তাঁর চিকিৎসা করতে গিয়ে পথে বসার উপক্রম হয় গোটা পরিবারের।
2/15

ইংল্যান্ডের মিলটন কিনজের বাসিন্দা ৩৬ বছর বয়সি হেইলি ব্ল্যাক। এমার্জেন্সি কল হ্যান্ডলার হিসেবে কর্মরত ছিলেন হেইলি। তিনি দুই সন্তানের মা। ২০১৬ সালে হাই তুলতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি করে বসেন।
Published at : 24 Sep 2025 08:26 PM (IST)
আরও দেখুন






















