এক্সপ্লোর
Independence Day 2025: ‘কত বিপ্লবী বন্ধুরও রক্তে রাঙা…’ দেশবাসীকে আজও উদ্বুদ্ধ করে ভারতের এই ১০ বীর স্বাধীনতা সংগ্রামীর উদাত্ত বাণী
Freedom Fighters' Quotes: ভারতের বীর বিপ্লবীদের উদাত্ত বাণী আজও স্মরণীয় আমাদের মনে। ২০২৫ সালে ৭৯তম স্বাধীনতা দিবসে সেই দীপ্ত বাণী আরও একবার জাগিয়ে তুলুক তরুণ ভারতীয়দের হৃদয়।
দীর্ঘ ২০০ বছরের ইংরেজ শাসন কাটিয়ে ১৯৪৭-এর মধ্যরাতে স্বাধীন হল ভারত। এই স্বাধীনতার আড়ালে রয়েছে এক রক্তস্নাত অধ্যায়, আত্মবলিদান আর স্বাধীনতা সংগ্রামীদের অবিস্মরণীয় আত্মত্যাগ। ভারতের বীর বিপ্লবীদের উদাত্ত বাণী আজও স্মরণীয় আমাদের মনে।
1/10

নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’। তাঁর ‘আজাদ হিন্দ ফৌজ’ দেশের জন্য প্রাণ দিতেও শঙ্কিত হয়নি। একটি বিশ্বাসের জন্য একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু তাঁর সেই বিশ্বাস আরও হাজার হাজার মানুষের জীবনে প্রবাহিত হয়ে নিজেকে প্রকাশ করে তুলবে, বলেছিলেন নেতাজি।
2/10

ভগৎ সিং বলতেন, ‘স্বাধীনতা মানুষের অবিচ্ছিন্ন অধিকার। ওরা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমার বিশ্বাস, আমার চিন্তাকে ওরা কখনও মারতে পারবে না।’ মাত্র ২৩ বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়ে আত্মবলিদান দেন ভগৎ সিং।
Published at : 14 Aug 2025 03:27 PM (IST)
আরও দেখুন






















