Crocodile Come Out of Water: জলে কুমির, ডাঙাতেও কুমির। সম্প্রতি খাল কেটে আনা কুমির উঠে এল ডাঙায়। খালের ধারেই রেলিং দেওয়া একটি ফুটপাথ। সকাল সকালে সেখানে দেখা যায় একটি আস্ত কুমির। কুমিরটিকে দেখেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ধীর চালে ওই ফুটপাতের উপরেই হাঁটছিল কুমিরটা। বুধবার এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। পরে ওই কুমিরকে ফুটপাতের ধারের রেলিংয়েও উঠতে দেখা যায়। সম্ভবত ফের জলে ফিরে যাওয়ার চেষ্টা করছিল সেটি। কিন্তু রেলিংয়ের উচ্চতার জন্য সেটি আর টপকাতে পারেনি। ফলে ফিরে আসতে হয় ফুটপাতের উপরেই।


সংবাদমাধ্যম সূত্রের খবর, কুমিরটি গঙ্গা থেকে কেটে আনা খালেই ছিল। খালের ধারে নারোরা ঘাটে তাকে দেখা যায়। উত্তরপ্রদেশের বুলন্দশাহির এই ঘাটে কুমিরটি উঠতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পর সেখানে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ। অন্যদিকে বন দফতরের কর্মীদেরও খবর দেওয়া হয়। তাঁরা আসার পর কুমিরটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়। যদিও সেই প্রক্রিয়া ছিল আরেকটা কসরতের পর্ব। 


বনদফতরের কর্মীরা আসতেই পালাবার চেষ্টা


বনদফতরের কর্মীরা কুমিরটিকে ধরতে যেতেই সেটি পাশের রেলিং টপকানোর চেষ্টা করে। প্রসঙ্গত, রেলিংটির ওপারে ছিল খাল। কিন্তু রেলিংয়ের উচ্চতা বেশি থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর আবার ফুটপাতের উপর পড়ে যায় তার বিশাল বপু। সেই সময় ছোট ছোট পায়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


চারজন কর্মীর মরিয়া চেষ্টা 


দু-তিনজন নন, বন দফতরের চারজন কর্মী মিলে মরিয়া চেষ্টা শুরু করেন। কুমিরটিকে ধরার জন্য় দড়ি আনা হয়। তাঁর মাথা কাপড় দিয়ে মুড়ে ও পাগুলি বেঁধে তবেই ধরা সম্ভব হয়। 


সংবাদমাধ্যমে এক কর্মী বলেন, গোটা প্রক্রিয়ার কথা। প্রথমে কিছু দড়ি আনা হয়, কুমিরটির পা বেঁধে দেওয়ার জন্য। এর পর চারজন কর্মী মিলে কুমিরের মাথায় একটি কাপড় পরিয়ে দেন। কুমিরের চোখ ঢাকার জন্য এটি করা হয়। ওই কাপড় দিয়ে মাথা ঢাকা অবস্থাতেই পায়ে দড়ি বেঁধে দেন কর্মীরা। মাথা ও সামনের পা দুটি ধরে রাখতে হয়েছিল কর্মীদের। এর পর পিছনের পায়ে দড়ি বাঁধতেই নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলে কুমির। কয়েক ঘন্টার এই পরিশ্রমের পর তাকে বাগে আনা সম্ভব হয়। ফের জলে ছেড়ে দেওয়া হয় তাঁকে।


আরও পড়ুন - Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।