Viral News: বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালায়! পাত্রকে কষিয়ে থাপ্পড় কনের
Marriage Video Viral: হতবাক কনে তৎক্ষণাৎ বিয়েতে যেতে অস্বীকৃতি জানায়। এমনকি সে বরকে চড় মেরে স্পষ্ট করে দেয় যে সে বিয়েতে কোনও অংশ নিতে চান না।

নয়া দিল্লি: বিয়ের অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড। পাত্রী অপেক্ষা করছিলেন, কখন হবু বর গলায় মালা পরাবেন। কিন্তু পাত্র বিয়ের আসরে পৌঁছতেই এ কী কাণ্ড! বউয়ের বদলে বউয়ের বান্ধবীর গলায় মালা পরালেন পাত্র। পাত্র বিয়ের আসরে পৌঁছতেই ঘটালেন এই বিপত্তি। আর এই নিয়েই বিয়ের আসরে রীতিমতো হুলস্থুল কাণ্ড।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাত্র রবীন্দ্র কুমার, নেশাগ্রস্ত অবস্থায় অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন। তারপর পাত্রীর বদলে, তাঁর সুন্দরী বান্ধবীর গলায় মালা পড়ালেন পাত্র। এখানেই থেমে থাকেননি। ভুল শুধরাতে গিয়ে আরও একাধিক ভুল করেন তিনি।
হতবাক কনে তৎক্ষণাৎ বিয়েতে যেতে অস্বীকৃতি জানায়। এমনকি সে বরকে চড় মেরে স্পষ্ট করে দেয় যে সে বিয়েতে কোনও অংশ নিতে চান না। পাত্রীর আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধু, আত্মীয়দের গলাতেও মালা পরিয়ে দেন। মত্ত পাত্রের এহেন আচরণে প্রথমে কষ্ট পেয়েছিলেন পাত্রী। ছাদনাতলায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেও ফেলেন। কিন্তু তারপরেই চরম পদক্ষেপ করেন।
বিব্রতকর পরিস্থিতির সূচনা হওয়ায় দুই পরিবারের মধ্যে চরম ঝগড়া শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিয়েবাড়িতে পৌঁছনোর পর, অফিসাররা পাত্রকে গ্রেফতার করে এবং তার মেডিকেল পরীক্ষা করায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির নওগাঁও ভগবতপুর গ্রামে।
আরও পড়ুন, চোখের সামনে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ, শিউরে উঠলেন সকলে, তলিয়ে গেল ২ প্রাণ
পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি রবীন্দ্র কুমারের সঙ্গে ২১ বছর বয়সি রাধাদেবীর বিয়ের আসর বসেছিল। কনের আত্মীয়দের অভিযোগ, বিয়ের আসরে বহু দেরিতে পৌঁছেছিলেন রবীন্দ্র কুমার। মত্ত অবস্থায় সেখানে পৌঁছে আরও মদ্যপান করতে শুরু করেছিলেন। বিয়ের আচার-অনুষ্ঠানে তাঁর মন ছিল না। বরং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেই ব্যস্ত ছিলেন। ছাদনাতলায় দাঁড়িয়ে প্রথমে পাত্রীর বান্ধবীর গলায় মালা পরান। এরপর তাঁর আরেক বন্ধু এবং শেষে এক আত্মীয়ের গলাতেও মালা পরান।
পাত্রের পরিবারের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কনের পরিবার তাদের বিরুদ্ধে অতিরিক্ত যৌতুক দাবি করার অভিযোগ এনেছে। পাত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে, সকলের সামনে তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন পাত্রী। সঙ্গে সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















