Viral Video: ছেলের বিয়েতে ২০ জন রাশিয়ান নর্তকী আনল বাবা ! ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা
Trending Video: সমাজমাধ্যমে একটি ভিডিয়ো সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে, আর তাতে বিবাহ আসরের এক অন্য মাত্রা দেখা গিয়েছে। ভাইরাল এই বিয়ের ভিডিয়োতে অবাক হয়ে গিয়েছেন সকলে।
Trending Video: এখন বিয়ের মরশুম তুঙ্গে, প্রচুর মানুষ বিয়ে করছেন। আর প্রত্যেকেই চায় তাঁর বিয়েতে কিছু না কিছু চমকপ্রদ ঘটনা ঘটুক যাতে তাদের সেই বিয়ের স্মৃতি উজ্জ্বল হয়ে থাকে। আর এরই সঙ্গে সকলেই চান যাতে তাঁর বিয়েতেই (Trending Video) সকলের নজর থাকে। আর এমনই একটি আশ্চর্যজনক খবর প্রকাশ্যে এসেছে। ছেলের বিয়েতে ২০ জন রাশিয়ান নর্তকী (Viral Video) নিয়ে হাজির করেন বাবা। একজন, দুজন নয়, ২০ জন রাশিয়ান মেয়েক বিয়ের আসরে এনে হাজির করেন তিনি। আর তারা ছেলের সঙ্গে নাচতে শুরু করে, সেই ভিডিয়োই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে পড়ে।
ছেলের বিয়েতে রাশিয়ান নর্তকী এনে হাজির করলেন বাবা
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে, আর তাতে বিবাহ আসরের এক অন্য মাত্রা দেখা গিয়েছে। ভাইরাল এই বিয়ের ভিডিয়োতে অবাক হয়ে গিয়েছেন সকলে। দেখা যাচ্ছে কীভাবে বাবা এবং ছেলে একত্রে জীবনের মজা নিচ্ছেন। ছেলের ইচ্ছেপূরণ করতে তাঁর বিয়ের আসরেই রাশিয়ান নর্তকী নিয়ে চলে আসেন তাঁর বাবা। এমনকী সেই রাশিয়ানদের ছেলের সঙ্গে নাচ করতেও বাধ্য করান তাঁর বাবা। আর সেই রাশিয়ান নর্তকীরা আসতেই বিয়ের আসর আরও উজ্জ্বল হয়ে ওঠে, রঙিন মদিরায় ভরে ওঠে অভ্যাগতদের হাত আর তাঁর সঙ্গে নর্তকীদের শরীরী বিভঙ্গ ঝড় তোলে সকলের মনে। কিশোর হোক বা বৃদ্ধ, সকলেই নর্তকীদের সঙ্গে নাচে মেতে ওঠেন।
প্রচুর অতিথি অভ্যাগতের সমাগম হয়েছিল
অভিভাবকরা স্বভাবতই ছেলে-মেয়ের বিয়েতে এমন কিছু করেন যাতে তাদের মনে আজীবন সেই স্মৃতি রয়ে যায়। সম্প্রতি এই ভিডিয়োতে ধরা পড়েছে এক বাবার কাণ্ড চর্চার কেন্দ্রে উঠে এসেছে। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ছেলের বিয়েতে রাশিয়ান নর্তকী নিয়ে চলে আসেন তাঁর বাবা। আর সেই বিয়ের আসরকে একেবারে অন্য মাত্রা দেয় নর্তকীরা। প্রচুর অতিথি অভ্যাগতরা উপস্থিত ছিলেন এই বিয়েতে আর তারাও এই ঘটনা অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিয়ো দেখে নেটিজেনরা একেক জন একেক রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ অবাক হয়ে সেই বাবাকে কুর্নিশ জানিয়েছেন। একজন লিখেছেন, এমন একজন বাবা থাকলে বিয়ে করতে লজ্জা কীসের ? অন্য একজন লিখেছেন, 'এই কারণে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। আবার আরেক নেটিজেন লিখেছেন যে ছেলেটির বাবা আসলে বাবা নয়, সাক্ষাৎ দেবতা।
আরও পড়ুন: Success Story: ডেলিভারি বয় থেকে বিচারপতির আসনে, অদম্য জেদে নজির এই যুবকের