Viral Video: বৃদ্ধ দম্পতির প্রথম বিমানসফর, দুবাইয়ের আকাশছোঁয়া ইমারতের সুইমিং পুলে নাতির সঙ্গে আনন্দ, ভাইরাল ভিডিও
Viral News: হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি প্রথমবার বিমানে চড়েছেন। আর এই সুযোগ করে দিয়েছেন তাঁদের নাতি। দাদু এবং ঠাকুমাকে দুবাই বেড়াতে নিয়ে গিয়েছেন ওই তরুণ।

Viral Video: দাদু-ঠাকুমার সঙ্গে নাতি, নাতনির সম্পর্কে বরাবরই খুব আদুরে। ঠাকুরদা-ঠাকুমা হোন কিংবা দাদু-দিদা, তাঁদের থেকে নাতি-নাতনিরা সবসময় ভালবেসেই পেয়ে থাকেন। তাই তাঁদের জন্য কিছু করতে পারার আনন্দটা আলাদাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি প্রথমবার বিমানে চড়েছেন। আর এই সুযোগ করে দিয়েছেন তাঁদের নাতি। দাদু এবং ঠাকুমাকে দুবাই বেড়াতে নিয়ে গিয়েছেন ওই তরুণ।
View this post on Instagram
বৃদ্ধ দম্পতির বিমানবন্দরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে স্পষ্টই দেখা গিয়েছে তরুণের দাদু এবং ঠাকুমার চোখে, মুখে লেগে রয়েছে পরিতৃপ্তির হাসি। তাঁদের নাতি যে এভাবে সারপ্রাইজ দিতে পারেন, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা হওয়ায় একদম ছোট বাচ্চাদের সব বিষয় উপভোগ করতে দেখা গিয়েছে বৃদ্ধ দম্পতিকে। বিমানবন্দরে ঢোকার সময় হরিয়ানভি ভষায় নাতি আর দাদুর কথাও হয়েছে। বৃদ্ধ জানিয়েছেন, এটা তাঁর এবং তাঁর স্ত্রী'র প্রথম বিমান সফর।
View this post on Instagram
দাদু, ঠাকুমাকে দুবাই বেড়াতে নিয়ে গিয়েছেন ওই তরুণ। দুবাইয়ের জনপ্রিয় জায়গা স্কাই-হাই ইনফিনিটি পুল। আকাশছোঁয়া ইমারতের ছাদে রয়েছে নীল জলের সুইমিং পুল। সেখানেই দাদু, ঠাকুমাকে নিয়ে গিয়েছেন ওই তরুণ। সুইমিং পুলে নেমে বৃদ্ধ যে খুবই আনন্দ পেয়েছেন, উপভোগ করছেন, সেই ভিডিও-ও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। দাদু, ঠাকুমাকে এভাবে বেড়াতে নিয়ে যাওয়ায় তরুণের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তিনি যে খুব ভাল একটা কাজ করেছেন, সেটাই বলেছেন সকলে। দুবাইয়ের সুইমিং পুলে শুধু ওই তরুণের দাদু নন, নাতির সঙ্গে দিদাকেও দেখা গিয়েছে আনন্দে মেতে থাকতে। নাতির সুবাদে বৃদ্ধ দম্পতি যে এমন দারুণ একটা ছুটি কাটাতে পারছেন এবং সেই জন্য তাঁরা যে খুবই আনন্দিত, সেটা স্পষ্ট তাঁদের চোখে-মুখে।






















