Viral Video: হাতির পিঠে চেপে ঘোরাচ্ছেন আস্ত বাঘকে, কানও মুলে দিচ্ছেন বাঘের ! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া
Bihar Man Viral Video: বলা হচ্ছে যে এই ভিডিয়োটি বিহারের কোনো এক অঞ্চলের। সেখান থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর আগেও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল এই ভিডিয়োটি।
Bihar Tiger Viral Video: সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। একটা হাতির পিঠে চাপানো হয়েছে হিংস্র রয়েল বেঙ্গল টাইগারকে। আর তাকে নিয়ন্ত্রণ করছে এক বিহারের (Bihar Tiger Viral Video) যুবক। এমনকী হাতির পিঠে চাপিয়ে সেই বাঘের কানও (Viral Video) মুলে দিচ্ছে সেই যুবক। এই ভিডিয়ো কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল, এবার আরও একবার সেই ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়। এই ভিডিয়ো দেখে আপনিও চমকে উঠবেন।
পোষা কুকুর নাকি আস্ত বাঘ বোঝা দায়
বলা হচ্ছে যে এই ভিডিয়োটি বিহারের কোনো এক অঞ্চলের। সেখান থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর আগেও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল এই ভিডিয়োটি। এখানে দেখা যাচ্ছে একটি হাতির মাথায় আস্ত বড় একটি বাঘ উঠে বসেছে, আর তাঁর সঙ্গেই বসে আছেন এক যুবক। কিন্তু সেই যুবকের বা বাঘের রকমসকম দেখে বোঝার জো নেই যে এটি আদৌ কোনো বাঘ কিনা। মনে হচ্ছে এটি কোনো পোষ্য কুকুর। সেই যুবক এই বাঘটির সঙ্গে খেলা করছে, এর কান মুলে দিচ্ছে।
বাঘের কান মুলে দিচ্ছে যুবক
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতির পিঠে চেপে বসেছেন দুজন যুবক। একজন নিচে রাস্তায় জমে যাওয়া ভিড় নিয়ন্ত্রণ করছেন আর অন্যজন কখনও কখনও বাঘের কান মুলে দিচ্ছেন। এমনকী দেখা যাচ্ছে কখনও দুটি কানই মুলে দিচ্ছে সেই যুবক। ভিড়ের সামনে নায়কের মত কাজ করছেন যেন। বারবার কান মুলে দেওয়া হচ্ছে বাঘের। আর এই কাজের পরেও বাঘ খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এমনকী রাগে গর্জন করেও উঠছে না।
কী প্রতিক্রিয়া নেটিজেনদের
এই ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই বলছেন যে বিহারে কোনো কিছুই অসম্ভব নয়। বিপুল হারে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। একজন কমেন্টে লিখেছেন যে বিহারের বাবুরা সব পারেন, এমনকী উড়ন্ত পাখিকেও হলুদ মাখিয়ে দিতে পারেন। আবার একজন লিখেছেন যে এই যুবকটি হয়ত কোথাও ঘুরতে বেরিয়েছেন এমন রাজপুত্রের মত। কিন্তু অনেকেই সেই বাঘটির জন্য দুঃখপ্রকাশ করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Video: মাথার উপর চুল দিয়েই তৈরি হল ক্রিসমাস ট্রি ! ভাইরাল ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না