Viral Video: মাথার উপর চুল দিয়েই তৈরি হল ক্রিসমাস ট্রি ! ভাইরাল ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না
Christmas Tree With Hair: ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তানিয়া সিং নামের এক বিউটি ইনফ্লুয়েন্সার নিজের মাথার উপর তাঁরই চুল দিয়ে তৈরি করেছে ক্রিসমাস ট্রি।
Viral Video: উৎসবের মরশুমে আমরা বিভিন্ন ধরনের চুলের স্টাইল (Hair Style) করি। কিন্তু তাই বলে মাথায় ক্রিসমাস ট্রি (Christmas Tree)? নিজের মাথার উপর চুল দিয়েই একটি ক্রিসমাস ট্রি (Christmas Tree With Hair) তৈরি করেছেন তানিয়া সিং (Tanya Singh) নামের এক তরুণী। ইনস্টাগ্রামে মুহূর্তেই ভাইরাল (Instagram Viral Video) হয়েছে সেই ভিডিও। জানা গিয়েছে, তানিয়া সিং একজন বিউটি ইনফ্লুয়েন্সার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই তরুণী মাথার উপর বসিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কের প্লাস্টিকের ফাঁকা একটি বোতল। তার উপর দিয়েই বাহার করে জড়িয়ে নিয়েছে চুলের একটা অংশ। কিছুটা চুল ভাগ করে নিয়ে বেঁধেছেন বিনুন। আর তা জড়িয়ে দিয়েছে স্টাইল করে। এরপর ক্রিসমাস ট্রি আমরা যেভাবে সাজাই অর্থাৎ ছোট আলো, রঙিন ফিতে, চকচকে তারা এবং আরও কত কী দিয়ে সাজানো হয়েছে চুল দিয়ে তৈরি মাথার উপর সাজানো ওই ক্রিসমাস ট্রি। দেখতে কিন্তু বেশ সুন্দরই লেগেছে মাথার চুল দিয়ে তৈরি এই ক্রিসমাস ট্রি।
দেখে নিন, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিও
View this post on Instagram
ইনস্টাগ্রামে এই ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই তরুণীর সৃজনশীলতার প্রশংসা করেছেন। তারিফ করেছেন ক্রিসমাস স্পেশ্যাল হেয়ার স্টাইলের। তবে বেশিরভাগই বলেছেন, দেখতে সুন্দর লাগছে ঠিকই, কিন্তু চুলের এই স্টাইল তৈরি করতে এবং ভিডিও শ্যুট করতে যে কত দীর্ঘ সময় লেগেছে তা আন্দাজ করা যায়। অনেকে আবার বলেছেন, এমন স্টাইল করতে তো লম্বা ঘন চুল প্রয়োজন। সেটা না থাকলে উপায় নেই। কেউ বা বলছেন, চুলের এ হেন স্টাইল দেখতে ভাল লাগছে ঠিকই, তবে চুলের ক্ষতিও হয় এইসব করলে। তবে একথা ঠিক যে বেশিরভাগ নেটিজেনেরই এই হেয়ার স্টাইল বেশ পছন্দ হয়েছে। অনেকে বলেছেন, চুল দিয়ে যে এভাবে মাথার উপরেই ক্রিসমাস ট্রি তৈরি করা যায়, এই ভাইরাল ভিডিও না দেখলে বিশ্বাস হতো না।
আরও পড়ুন- মগডালে পেঁচিয়ে রয়েছে বিশাল পাইথন, আতঙ্কে সিঁটিয়ে জনতা, দেখুন ভাইরাল ভিডিও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।