এক্সপ্লোর
Budh Gochar: আজ শনিতেই চরমে বুধের প্রভাব, হাতে চাঁদ পাবে ৩ রাশির জাতকরা, মহালয়ার আগেই ঘুরছে ভাগ্য
শনিবার ৩০শে আগস্ট বুধ বিকেল ৪টা ৪৫ মিনিটে রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে বুধ ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।
হাতে চাঁদ পাবে ৩ রাশির জাতকরা, মহালয়ার আগেই ঘুরছে ভাগ্য
1/6

৩০ আগস্ট, তারিখে বুদ্ধি ও বিবেকের গ্রহ বুধ কর্কট রাশির যাত্রা শেষ করে সিংহ রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশিতে বুধের অবস্থান ভালো বলে মনে করা হয়। তাই সূর্যের রাশি সিংহতে এসে বুধ অনেক রাশির জীবনে স্বাস্থ্য, অর্থ এবং সমৃদ্ধি নিয়ে আসবে।
2/6

শনিবার ৩০শে আগস্ট বুধ বিকেল ৪টা ৪৫ মিনিটে রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে বুধ ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনেক রাশির জাতকদের বুধ শুভ ফল দিতে থাকবে। আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলির বিষয়ে।
Published at : 30 Aug 2025 07:31 AM (IST)
আরও দেখুন






















