এক্সপ্লোর
Shanideb : শ্রাবণ শনিবারে কীভাবে করবেন সূর্যপুত্র শনিদেবের পুজো, কীভাবে মিলবে সাফল্য
Shani Maharaj : শনিদেব হলেন ন্যায়বিচার ও কর্মের দেবতা। বড়ঠাকুর যখন ক্রমাগত খারাপ ফল দেন, কোনও প্রতিকার কাজ করে না, তখন কী করা উচিত ?
কোন মন্ত্রে, কোন উপাচারে তুষ্ট হবেন শনিদেব ? অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরতে কীভাবে তুষ্ট করবেন শনিদেবকে
1/10

জেনে নেওয়া যাক, বড়ঠাকুরের রোষ থেকে বাঁচতে প্রতিকার হিসেবে কোন কোন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়।
2/10

অগ্নিপুরাণ অনুযায়ী, ভক্তের শনিবারের ব্রতের ফলে প্রসন্ন হন শনিদেব। সাড়েসাতি ও ঢাইয়া থেকে মুক্তি পেতে শনিবারের ব্রত অপরিসীম। শ্রাবণ মাসের শনিবারে এই ব্রত শুরু করার মাহাত্ম্য রয়েছে বলে বিশ্বাস।
Published at : 25 Jul 2025 03:52 PM (IST)
আরও দেখুন





















