এক্সপ্লোর
Shani Dev 2025: আচমকা ধনলাভ, কর্মক্ষেত্রেও দুরন্ত সময়; ২০২৫-এ শনির কৃপায় ভাগ্য চমকাবে ৩ রাশির
২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তাতে শনির প্রভাবে কিছু রাশির কেরিয়ার ও আর্থিক উন্নতি হবে।

ফাইল ছবি
1/10

মানুষের কর্ম অনুযায়ী তাঁকে ফল দেন। সেই কারণে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়।
2/10

শনি যদি আপনার দিকে মুখ তুলে চান, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কিন্তু, কোনো কারণে যদি তিনি রুষ্ট হন, তাহলে আর রক্ষে নেই ! নেমে আসবে দুঃসময়।
3/10

২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তাতে শনির প্রভাবে কিছু রাশির কেরিয়ার ও আর্থিক উন্নতি হবে। মিলতে পারে বিশেষ লাভ।
4/10

২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে বাম্পার লাভ হবে তিন রাশির। ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবে ন্যায়ের দেবতা।
5/10

কুম্ভ রাশি - সব ক্ষেত্রে সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতকরা। খুবই লাভবান হবেন। চাকরিজীবীরা বিশেষ লাভবান হবেন। চাকরি পেতে পারেন বেকাররা। প্রোমোশনের পাশাপাশি বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
6/10

কুম্ভ রাশি - আচমকা ধনলাভ হতে পারে। আয়ের নতুন উৎস মিলতে পারে। সরকারি কাজে চলতে থাকা সমস্যা এবার কেটে যাবে।
7/10

বৃশ্চিক রাশি- এই সময়ের মধ্যে আপনি বকেয়া টাকা ফেরত পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শনির রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আর্থিক সমস্যা দূর হবে। পরিশ্রমের ফল মিলবে।
8/10

বৃশ্চিক রাশি- পুরনো বিবাদ মিটে যাবে। পৈতৃক সম্পত্তিতে লাভ হবে। ঋণ কমবে। কাজের জন্য অনেক দূর যেতে হবে। ব্যবসায় আকস্মিক লাভ হবে। দীর্ঘ যাত্রা হবে।
9/10

কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্য শনির রাশি পরিবর্তন খুবই শুভ হবে। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সমাজে সম্মান বাড়তে পারে।
10/10

কর্কট রাশি- ব্যবসায় আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। অবিবাহিতরাও বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
Published at : 27 Nov 2024 08:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
