এক্সপ্লোর
Diwali Cars: আলোর উৎসবে আভিজাত্য বাড়াবে এই বিলাসবহুল গাড়িগুলি, দেখে নিন ছবি
আলোর উৎসব দীপাবলি (Diwali) শুরু হতে আর মাত্র কিছুটা সময় বাকি। দীপাবলিতে যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে এই প্রিমিয়াম এসইউভি (Premium SUV) গাড়িগুলি কিনতে পারেন।

Scorpio N
1/7

এই গাড়ি একটি কমপ্লিট এসইউভি। সমগোত্রীয় গাড়ির মধ্যে এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভি মডেল। রয়েছে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন। একাধিক গিয়ারবক্সের অপশনও পাওয়া যাবে হুন্ডাই ক্রেটা গাড়িতে।
2/7

তালিকায় কোন কোন প্রিমিয়াম এসইউভি রয়েছে দেখে নিন একনজরে।
3/7

বড় আকার-আয়তনের সাত সিটের এই এসইউভি একটি বিলাসবহুল গাড়ি। জিপ যেরকম হওয়া উচিত তেমনই ডিজাইনে তৈরি হয়েছে এই গাড়ি। মূলত এই জিপ মেরিডিয়ান গাড়ি আকার, আয়তন, ডিজাইন, ফিচার সবদিক থেকেই নজরকাড়া।
4/7

এই মুহূর্তে কেনার জন্য টাটা নেক্সন ইলেকট্রিক ভেহিকেল ম্যাক্স সবচেয়ে ভাল ইলেকট্রিক গাড়ি। দাম অনুসারে এই গাড়িতে যা ফচের রয়েছে সেই নিরিখে জনপ্রিয়ও এই গাড়ি। নতুন ভার্সানে রয়েছে বড় ব্যাটারি প্যাক। তার ফলে গাড়ির রেঞ্জ ভাল হয়েছে। এছাড়াও যুক্ত হয়েছে নতুন ও আধুনিক অনেক ফিচার।
5/7

সবচেয়ে নিরাপদ এসইউভি বলা হচ্ছে এই গাড়িকে। কারণ সবচেয়ে শক্ত পরীক্ষা GNCAP রেটিং টেস্টে সফলভাবে পাশ করেছে এই গাড়ি। এই গাড়িতে রয়েছে দুটো টার্বো চার্জিড পেট্রোল ইঞ্জিন। তার সঙ্গে রয়েছে জনপ্রিয় ১.০ TSI Version।
6/7

মহিন্দ্রার স্করপিও মডেল এমনিতেই বিখ্যাত। আর মহিন্দ্রা স্করপিও এন গাড়ি একটি প্রিমিয়াম মডেল হয়ে উঠেছে সব নিরিখে। গাড়ির লুক ও বাইরের ডিজাইনের পাশাপাশি আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির ইন্টিরিয়র ডিজাইনও।
7/7

মারুতি সুজুকির এই নতুন গাড়ি ইতিমধ্যেই ‘মোস্ট এফিসিয়েন্ট’ এসইউভি-র খ্যাতি পেয়েছে। এই গাড়ি চালিয়ে চালকের অভিজ্ঞতা হবে ভীষণ আরামদায়ক।
Published at : 22 Oct 2022 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
