এক্সপ্লোর
Hyundai Creta Electric : হুন্ডাই ক্রেটা দেবে ৩৯০ কিমি ! নতুন গাড়ির ছবি এল প্রকাশ্যে
Hyundai Creta Electric : চলতি মাসের 17 তারিখে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে লঞ্চ হবে এই গাড়ি।
হুন্ডাইয়ের এই গাড়ি নিয়ে বাড়ছে উৎসাহ।
1/8

Hyundai ভারতে তাদের Creta ইলেকট্রিক প্রকাশ্য়ে এনেছে। চলতি মাসের 17 তারিখে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে লঞ্চ হবে এই গাড়ি। ক্রেটা ইলেকট্রিক দুটি ব্যাটারি প্যাকের সঙ্গে পাওয়া যাবে। এই গাড়ি নিয়ে দারুণ উৎসাহ রয়েছে ক্রেতাদের মধ্যে।
2/8

এন্ট্রি লেভেল 42 kWh ব্যাটারি প্যাকের রেঞ্জ 390 কিমি এবং 51.4 kWh ব্যাটারি প্যাকের রেঞ্জ 473 কিমি। টপ-এন্ড সংস্করণে গাড়িতে 171 bhp পাওয়ার থাকবে। হুন্ডাইয়ের এই ইভি 0-100 কিমি/ঘণ্টা যেতে 7.9 সেকেন্ড নেবে। অন্তত কোম্পানি সেই দাবি করছে।
Published at : 12 Jan 2025 07:26 PM (IST)
আরও দেখুন






















