এক্সপ্লোর
Royal Enfield: নতুন বছরে এই তিন বাইক আনছে রয়্যাল এনফিল্ড, রইল মডেলের নাম
Bike News: বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে একের পর এক নতুন বাইক, তা সত্ত্বেও চিন্তা কমল না। রয়্য়াল এনফিল্ডের চিন্তা বাড়াল ডিসেম্বরের সেল।
Royal Enfield
1/10

Bike News: বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে একের পর এক নতুন বাইক, তা সত্ত্বেও চিন্তা কমল না। রয়্য়াল এনফিল্ডের চিন্তা বাড়াল ডিসেম্বরের সেল। যদিও নয়ডার অটো শোতে বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট আনতে চলেছে কোম্পানি।
2/10

কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, Super Meteor 650 দুটি ভেরিয়েন্টে আসবে। যার মধ্যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটি ইন্টারস্টেলার (ধূসর ও সবুজ) ও অ্যাস্ট্রাল (নীল, কালো , সবুজ) পেইন্ট স্কিমে পাওয়া যাবে। (প্রতীকী ছবি)
Published at : 04 Jan 2023 06:07 PM (IST)
আরও দেখুন






















