এক্সপ্লোর
Upcoming Royal Enfield: ৬৫০ সিসির তিনটি বাইক আনছে রয়্যাল এনফিল্ড, এগুলি থাকবে তালিকায়
Royal Enfield Bikes: চলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি।
Royal Enfield
1/9

iচলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি।
2/9

রয়্যাল এনফিল্ড তার পোর্টফোলিওর পরিসর আরও বাড়াতে চাইছে। সম্প্রতি হান্টার 350 (Royal Enfield Hunter 350) লঞ্চ করেছে কোম্পানি। 1.5 লাখ টাকার কম দামে কোম্পানির সবচেয়ে হালকা বাইক হান্টার। এবার আরও বেশি সিসির বাইক আনতে চলেছে কোম্পানি।
3/9

বাইক পোর্টালগুলির খবর সত্যি হলে, Royal Enfield শীঘ্রই তিনটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে। এই তিনটি বাইকই 650cc সেগমেন্টে আসবে। জেনে নেওয়া যাক, কী কী বিশেষত্ব থাকতে পারে ওই বাইকগুলিতে।
4/9

রয়্যাল এনফিল্ডের এই 650 সিসি ইঞ্জিনের বাইকটি কিছুক্ষণ আগে রাস্তায় দেখা গিয়েছিল। বাইকটিতে সামনে এগোনো ফুটপেগ, একটি মোটা রেয়ার ফেন্ডার, রেট্রো-স্টাইলের সার্কুলার হেডল্যাম্প, লো স্লাং, টুইন পাইপ এক্সহস্ট সিস্টেম, ক্রোমড ক্র্যাশ গার্ড, একটি বড় উইন্ডশিল্ড, রোড-বায়সড টায়ার থাকতে পারে।
5/9

শোনা যাচ্ছে, এই বাইকের পিছনের দিকে গোল টেলল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর ও অ্যালয় হুইল থাকবে।
6/9

রয়্যাল এনফিল্ড শটগান হল RE SG650 কনসেপ্ট ববারের 'প্রোডাকশন ভার্সন'। এই বাইকটি 2021 EICMA-তে লঞ্চ করা হয়েছিল।
7/9

এই বাইকটিতে একটি 650 cc ইঞ্জিন পাওয়া যাবে। টুইন-পড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছোট প্যাডের উপর ভিত্তি করে ট্রিপার টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কালো ফিনিশ সহ স্প্লিট সিট, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর, ফেন্ডার সহ মটর-শুটার এক্সজস্ট, গোল আকৃতির হ্যালোজেন হেডল্যাম্পের মতো বৈশিষ্ট্যগুলি পাওয়া যেতে পারে এই বাইকে। .
8/9

রয়্যাল এনফিল্ড একটি নতুন 650cc স্ক্র্যাম্বলারও প্রস্তুত করছে, যা সম্প্রতি স্পাই টেস্টিং করা হয়েছিল। এতে RE 650cc টুইন পাওয়া ইঞ্জিন দেওয়া যেতে পারে।
9/9

এটির চেহারা স্ক্র্যাম্বলারের মতো তৈরি করা হয়েছে। বাইকটিতে পাবেন স্ক্র্যাম্বলার স্টাইলের সাইড কাউল, ছোট রেয়ার ফেন্ডার, একটি রিবড ওয়ান-পিস সিট, কমিউটার স্টাইলের গ্র্যাব রেল, নতুন ডিজাইন করা হেডল্যাম্প।
Published at : 09 Oct 2022 12:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
