এক্সপ্লোর
Upcoming Royal Enfield: ৬৫০ সিসির তিনটি বাইক আনছে রয়্যাল এনফিল্ড, এগুলি থাকবে তালিকায়
Royal Enfield Bikes: চলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি।
Royal Enfield
1/9

iচলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি।
2/9

রয়্যাল এনফিল্ড তার পোর্টফোলিওর পরিসর আরও বাড়াতে চাইছে। সম্প্রতি হান্টার 350 (Royal Enfield Hunter 350) লঞ্চ করেছে কোম্পানি। 1.5 লাখ টাকার কম দামে কোম্পানির সবচেয়ে হালকা বাইক হান্টার। এবার আরও বেশি সিসির বাইক আনতে চলেছে কোম্পানি।
Published at : 09 Oct 2022 12:14 AM (IST)
আরও দেখুন






















