এক্সপ্লোর
Maruti Suzuki Victoris First Drive : গতির সঙ্গে দারুণ পারফরম্যান্স ! কতটা আরামদায়ক মারুতি সুজুকি ভিক্টোরিস ?
Maruti Suzuki Victoris : মারুতি সুজুকি এই বিভাগে নিয়ে এসেছে আরও একটি প্রতিযোগী ভিক্টোরিস। যা গ্র্যান্ড ভিটারার সঙ্গে এই বিভাগে যোগ দিয়েছে। নেক্সা নয়, এরিনা ডিলারশিপের মাধ্যমে বিক্রি হবে এই গাড়ি।
নজর কাড়ছে মারুতির এই গাড়ি..
1/11

Auto : কম্প্যাক্ট এসইউভিতে প্রতিযোগীদের সংখ্যা খুব একটা কম নয়। তবে মারুতি সুজুকি এই বিভাগে নিয়ে এসেছে আরও একটি প্রতিযোগী ভিক্টোরিস। যা গ্র্যান্ড ভিটারার সঙ্গে এই বিভাগে যোগ দিয়েছে। তবে নেক্সা নয়, এরিনা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে এই গাড়ি। দাম শুরু হচ্ছে ১০.৪৯ লক্ষ টাকা থেকে ও হাইব্রিডের জন্য ২০ লক্ষ টাকারও কম লাগছে। মারুতির নতুন এই গাড়ি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে হুন্ডাই ক্রেটাকে। সেই কারণেই আমাদের এই ফার্স্ট ড্রাইভ।
2/11

কত মাইলেজ দিতে পারে AWD-তে 12kmpl পারফরম্য়ান্স দিয়েছে গাড়ি। কিন্তু হালকা হাইব্রিডের জন্য 14-15 বা তার বেশি আশা করা যায়। যেখানে শক্তিশালী হাইব্রিডের জন্য এটি বাস্তব জগতে 20kmpl এর বেশি হওয়া উচিত।
Published at : 19 Sep 2025 03:36 PM (IST)
আরও দেখুন






















