এক্সপ্লোর
FD Interest Rate: এই ব্যাঙ্কগুলি দিচ্ছে ৯ শতাংশ সুদ, আরও টাকা ঢুকবে ব্যাঙ্কে
Fixed Deposit: সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলির পাশাপাশি এই ব্যাঙ্কগুলিও দিচ্ছে বেশি সুদ। আপনি চাইলেই এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা পেতে পারেন।
Money
1/10

সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলির পাশাপাশি এই ব্যাঙ্কগুলিও দিচ্ছে বেশি সুদ। আপনি চাইলেই এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা পেতে পারেন। জেনে নিন, ব্যাঙ্কগুলির নাম।
2/10

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পর স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়ে দিয়েছে অনেক ব্যাঙ্ক। জনগণকে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি। বর্তমানে দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি প্রায় ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
3/10

পাশাপাশি ছোট আর্থিক ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষের জন্য সাড়ে ৮ শতাংশ সুদ দিচ্ছে। যদিও কিছু ছোট আর্থিক ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
4/10

কিছু লোকের জন্য FD বিনিয়োগ একটি ভাল অপশন হতে পারে। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই FD হার আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে আপনি যদি এই ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশ সুদে বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে আপনার কী করা উচিত, তা জেনে নিন।
5/10

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 999 দিনের এফডিতে সাধারণ মানুষকে 8.51 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 8.76 শতাংশ সুদ দিচ্ছে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 181 ও 501 দিনে সাধারণ মানুষকে 8.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 9.00 শতাংশ সুদ দিচ্ছে।
6/10

Ujjivan Finance Bank 560 দিনের মেয়াদি আমানতের উপর 8.20% সুদ দিচ্ছে।
7/10

ESAF Small Finance Bank সাধারণ মানুষকে 8 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 999 দিনের FD-তে 8.50 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
8/10

Utkarsh Small Finance Bank 700 দিনের FD-এ সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ ও বয়স্ক নাগরিকদের জন্য 9 শতাংশ সুদ দিচ্ছে৷
9/10

Utkarsh Small Finance Bank 700 দিনের FD-এ সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ ও বয়স্ক নাগরিকদের জন্য 9 শতাংশ সুদ দিচ্ছে৷
10/10

এই বিমাতে আপনি মূল পরিমাণ ও সুদ উভয়ই পাবেন। আপনি যদি এই ধরনের ব্যাঙ্কে বিনিয়োগ করেন তবে আপনি অতিরিক্ত বিমাও নিতে পারেন।
Published at : 24 Jan 2023 07:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























