এক্সপ্লোর
Bank Unclaimed amount: আপনার পরিবারের 'আনক্লেইমড অ্যামাউন্ট' কি ব্যাংকে জমা আছে? কীভাবে জানবেন, কোন পদ্ধতিই বা তা পাবেন?
Banking Rules: পরিবারের কোনো সদস্যের 'আনক্লেমড' টাকা থাকলে তা খুঁজতে RBI-এর পোর্টালে যান। এই প্রক্রিয়ায় টাকা পেতে পারেন।
সারা দেশে অ্যাকাউন্টগুলিতে হাজার হাজার কোটি টাকার আনক্লেইমড অ্যামাউন্ট জমা আছে
1/8

যদি আপনার পরিবারের কোনো সদস্যের টাকা কোনো ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তবে এমন ক্ষেত্রে সেই টাকার পরিমাণকে 'আনক্লেইমড অ্যামাউন্ট' বলা হয়।
2/8

এই টাকা অনেক সময় ব্যাঙ্কে বছরের পর বছর ধরে পড়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যদি কোনো অ্যাকাউন্টে ১০ বছর পর্যন্ত কোনো লেনদেন না হয়। তাহলে সেটিকে ডরমেন্ট বা আনক্লেমড বিভাগে রাখা হয়।
3/8

সারা দেশে এমন অ্যাকাউন্টগুলিতে হাজার হাজার কোটি টাকা জমা আছে, যেগুলির উপর কেউ দাবি করেনি। এবার আরবিআই (RBI) এগুলি খুঁজে বের করা সহজ করে দিয়েছে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক একটি উদ্গম পোর্টাল চালু করেছে।
4/8

এই অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে যে কেউ নিজের বা পরিবারের নামে দেশের ব্যাঙ্কগুলিতে থাকা দাবিহীন অর্থের তথ্য জানতে পারবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া হয় এবং আপনাকে এর জন্য বেশি কিছু করতে হয় না।
5/8

পোর্টাল এ সার্চ করার জন্য কেবল অ্যাকাউন্ট ধারকের নাম, জন্ম তারিখ এবং প্যান নম্বরের মতো মৌলিক তথ্য দিতে হয়।
6/8

যদি ব্যাঙ্ক রেকর্ডের সঙ্গে মিলে যায়, তবে সিস্টেম সেই ব্যাঙ্কের নাম এবং বিবরণ দেখায়। এর পরে টাকা দাবি করা যেতে পারে।
7/8

টাকা দাবি করার জন্য পরিবারকে ব্যাঙ্কে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং যদি হিসাবধারীর মৃত্যু হয়ে থাকে তবে ডেথ সার্টিফিকেট জমা দিতে হয়। ব্যাঙ্ক তা যাচাই করে, তারপরই দাবিদারকে টাকা দেয়।
8/8

যদি আপনার পরিবারের কোনো সদস্যের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে,যা বছরের পর বছর কেউ স্পর্শ করেনি। তাহলে আজই উদ্গম পোর্টালে গিয়ে চেক করুন। হতে পারে সেই অ্যাকাউন্টে আপনার প্রাপ্য টাকা এখনও ব্যাঙ্ক পড়ে আছে এবং আপনার থেকে মাত্র এক ক্লিকে দূরে আছে।
Published at : 04 Nov 2025 05:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























