এক্সপ্লোর
UPI Pin Change: গুগল পে এবং ফোন পে অ্যাপে ইউপিআই পিন কীভাবে পরিবর্তন করবেন?
UPI Pin: চলুন জেনে নেওয়া যাক এই দুই ইউপিআই মাধ্যমে আপনি সহজে কীভাবে পিন নম্বর পাল্টাতে পারবেন।
প্রতীকী ছবি
1/10

আমাদের প্রায় সকলের ক্ষেত্রেই ইউপিআই পেমেন্ট এখন অন্যতম ভরসা। দোকানে, বাজারে কিছু কেনা হোক কিংবা অন্যান্য প্রায় সব ক্ষেত্রেই আজকাল অনলাইনেই আর্থিক লেনদেন সম্পন্ন হয়।
2/10

ইউপিআই- এর ক্ষেত্রে বেশ জনপ্রিয় মাধ্যম হল গুগল পে বা জি পে, ফোন পে এবং পেটিএম। সাধারণত এই তিন মাধ্যমের সাহায্যেই বেশিরভাগ ইউজার ইউপিআই পেমেন্ট করে থাকেন। এইসব মাধ্যমে কীভাবে ইউপিআই পিন পরিবর্তন করবেন, তা জেনে নেওয়া যাক।
Published at : 16 Nov 2023 01:24 PM (IST)
আরও দেখুন




















