এক্সপ্লোর
Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?
TAFCOP: অনলাইন ট্রেডিং,অনলাইন শপিং এবং ব্যাঙ্কিংয়ের দৌলতে যাবতীয় লেনদেনের ঠিকুজিকুষ্ঠি থাকে এই মোবাইলেই, সেই কারণেই প্রতারকদের নজরও থাকে আমাদের মোবাইলের উপরেই।
নিজস্ব চিত্র
1/10

নিত্যদিনের সবরকম কাজের জন্য এখন প্রায় ২৪ ঘণ্টাই সঙ্গী মোবাইল ফোন। কয়েক মুহূর্তের জন্য ফোন হাতছাড়া হলে সমস্যায় পড়ি আমরা। শুধু কাজের সুবিধাই নয়, তথ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মোবাইল সুরক্ষিত রাখা। কারণ অনলাইন ট্রেডিং,অনলাইন শপিং এবং ব্যাঙ্কিংয়ের দৌলতে যাবতীয় লেনদেনের ঠিকুজিকুষ্ঠি থাকে এই মোবাইলেই, সেই কারণেই প্রতারকদের নজরও থাকে আমাদের মোবাইলের উপরেই।
2/10

গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নানা গবেষণা করছে কেন্দ্রের DoT বা Department of Telecommunication. মোবাইল ব্য়বহারকারী তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ করেছে তারা। অনেকসময়েই চুরি করা আধারের তথ্য ব্যবহার করে মোবাইল কানেকশন নেয় প্রতারকরা। তা নিয়ে অপরাধমূলক কাজ করা হয়,নাশকতা থেকে সাইবার প্রতারণা- যে কোনও ধরনের অপরাধ করা যেতে পারে। আপনি সতর্ক থাকলেই সহজে এড়ানো যাবে এই বিপদ।
Published at : 19 Jul 2023 08:14 AM (IST)
আরও দেখুন





















