এক্সপ্লোর
Aadhaar Card: মোবাইলে এক ক্লিকেই আধারের সমাধান, জানেন m-Aadhaar অ্যাপের সুবিধে ?
m-Aadhaar: কোনও আধার সেন্টারে না গিয়ে মোবাইল থেকেই সহজে mAadhaar অ্যাপের মাধ্যমে আপনার আধারের সব তথ্য পেয়ে যাবেন আপনি। বদলাতে পারবেন ঠিকানা, ফোন নম্বরও। জানেন কীভাবে?
ছবি- গেটি
1/10

নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে আধার কার্ড তৈরি করেছেন সকলেই। এখন কোনও তথ্য বদলাতে চাইছেন, বা আপডেট করতে চাইছেন আপনি। কোনও আধার সেন্টারে না গিয়ে মোবাইল থেকেই সহজে এই কাজ করা যায় mAadhaar অ্যাপের মাধ্যমে। জানেন কীভাবে? ছবি- গেটি
2/10

এক্ষেত্রে আপনার মোবাইল নম্বর আগে থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনি অ্যাপে লগ ইন করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক, সহজে mAadhaar অ্যাপে কীভাবে নিজের আধার প্রোফাইল তৈরি করবেন। ছবি- গেটি
Published at : 05 Jan 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















