এক্সপ্লোর
Baisakhi Banerjee :অশান্ত দাম্পত্য জীবনে মা হব কিনা বারবার ভেবেছি , মেয়ের জন্মদিনে আবেগপূর্ণ বৈশাখী
বৈশাখী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বের আবেগঘন যাত্রাপথের কথা।
Baisakhi Banerjee :অশান্ত দাম্পত্য জীবনে মা হব কিনা বারবার ভেবেছি , মেয়ের জন্মদিনে আবেগপূর্ণ বৈশাখী:অশান্ত দাম্পত্য জীবনে মা হব কিনা বারবার ভেবেছি , মেয়ের জন্মদিনে আবেগপূর্ণ বৈশাখী
1/10

মেয়ে মহুল ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ১০ বছরে। আনন্দে আপ্লুত বৈশাখী বন্দ্যোপাধ্যায় ।
2/10

বন্ধু শোভন চট্টোপাধ্যায় ও পরিবার সহযোগে আনন্দঘন সন্ধে কাটাল মহুল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বের আবেগঘন যাত্রাপথের কথা।
3/10

লিখলেন, ' অশান্ত দাম্পত্য জীবনের শুরু থেকেই আমি খুব সন্দিহান ছিলাম যে আমি কখনও মা হব কি না! আমি কখনই চাইনি যে অন্য একটি ক্ষুদ্র প্রাণ কষ্ট পাক'
4/10

' তারপর আমি ভাবলাম, যদি আমি একা আমার মা-বাবার দেখাশোনা করতে পারি, তাহলে একা সন্তানকে বড় করতে পারব না কেন', লিখলেন বৈশাখী।
5/10

ভাগ করে নিয়েছেন 'ক্রিটিক্যাল প্রেগন্যান্সির' সেই কঠিন দিনের কথা। লিখেছেন, ' আমার প্রসবের মাত্র কয়েক মিনিট আগে মহুলের হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না'
6/10

তারপর লিখেছেন মহুলের জীবনের প্রথম ৪ বছর কেটেছে বহু অশান্তির ঘটনার মধ্য দিয়ে। তারপর তাঁদের জীবনে 'দুষ্টু' আসে।
7/10

শোভন চট্টোপাধ্যায়কে আদর করে দুষ্টু বলে ডাকে মহুল। বৈশাখীর কথায় তারপর থেকে তাঁদের জীবন সুখ শান্তিতে ভরে যায়।
8/10

তিনি আরও লিখেছেন, ' তুমি দুষ্টুর মতো বাবা, রনির মতো ভাইকে পেয়ে ধন্য।'
9/10

সবশেষে আবেগী বার্তা, 'আমি একজন খারাপ মা মহুল, কিন্তু তুমি সর্বশ্রেষ্ঠ কন্যা'
10/10

'আমি তোমার মা হতে পেরে খুব খুশি! শুভ জন্মদিন প্রিয়' ......ছবি সৌজন্য: বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক
Published at : 01 Nov 2022 06:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















