এক্সপ্লোর
Mamata On Eid : শুভেচ্ছা বিনিময় থেকে শিশুদের আদর, ইদে মুখ্যমন্ত্রী বললেন, 'দেশকে টুকরো হতে দেব না'
জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata On Eid : শুভেচ্ছা বিনিময় থেকে শিশুদের আদর, ইদে মুখ্যমন্ত্রী বললেন, 'দেশকে টুকরো হতে দেব না'
1/9

রমজান মাসের শেষে আজ খুশির ইদ। সকালে কলকাতার রেড রোডে নমাজ পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
2/9

ইদের ভাষণে একদিকে যেমন মুখ্যমন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা, তেমনই নাম না করে বিজেপিকে দিলেন হুঁশিয়ারি। জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published at : 22 Apr 2023 01:28 PM (IST)
আরও দেখুন






















