এক্সপ্লোর
Nababarsha 2025: নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল চন্দ্রিমা, পয়লায় পথে নামলেন দিলীপ-শমীকরাও
TMC BJP Shobayatra On Nababarsha 2025: নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজেপি নেতাদের পাশাপাশি চন্দ্রিমাও..
নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল চন্দ্রিমা, পয়লায় পথে নামলেন দিলীপ-শমীকরাও
1/10

আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন বছরে শোভাযাত্রায় সামিল শাসক দল তৃণমূল। যোগ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
2/10

নতুন বছরে শোভাযাত্রায় সাতসকালে দেখতে পাওয়া গিয়েছে বিজেপির তরফেও। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার-এ 'আলোর পথে বর্ষবরণ' ব্যানারে শোভাযাত্রা বিজেপির।
3/10

বিজেপির শোভাযাত্রায় এদিন সামিল হতে দেখা গিয়েছে শমীক ভট্টাচার্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও।
4/10

নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী।বর্গভীমা মন্দিরে 'হাল ফেরানোর খাতায়' সিঁদুর লাগালেন শুভেন্দু।
5/10

চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা। নববর্ষে শুভেন্দুর হাতে 'হাল ফেরানোর খাতা'।
6/10

'সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন', এই রাজ্য বেহাল, তমলুকে নববর্ষের মিছিল থেকে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর।
7/10

নববর্ষে নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা।
8/10

নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ।
9/10

কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
10/10

সবমিলিয়ে নববর্ষের সকালে শোভাযাত্রায় সামিল হয়েছে রাজ্যের শাসকদলের পাশাপাশি গেরুয়াশিবিরও।
Published at : 15 Apr 2025 12:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























