এক্সপ্লোর
SIR : বুঝতেই পারছেন না কীভাবে ভরবেন এনুমারেশন ফর্ম? ধাপে ধাপে শিখুন ফর্ম ফিল-আপের খুঁটিনাটি
কী কী তথ্য দিতে হবে, এনুমারেশন ফর্মে। কীভাবে পূরণ করতে হবে ফর্ম। দেখে নিন ভাল করে। কী বলছেন BLO-রা জেনে নিন।
ধাপে ধাপে শিখুন ফর্ম ফিল-আপের খুঁটিনাটি
1/9

SIR প্রক্রিয়ার মধ্যেই এবার শুরু হয়ে গেল 'এনুমারেশন' প্রক্রিয়া। বিভিন্ন জেলায় ঘরে ঘরে পৌঁছে গেলেন BLO-রা। সঙ্গে রয়েছেন BLA।
2/9

কী কী তথ্য দিতে হবে, এনুমারেশন ফর্মে। কীভাবে পূরণ করতে হবে ফর্ম। দেখে নিন ভাল করে। কী বলছেন BLO-রা জেনে নিন।
3/9

ধরে ধরে দেখাব, নির্বাচন কমিশনের নিয়ম মেনে কীভাবে এই ফর্ম ফিল-আপ করতে হবে। ভাল করে দেখুন। কী কী তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে?
4/9

ফর্মের একেবারে ওপরে ভোটারের নাম, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা ছাপা থাকবে। সেই সঙ্গে ছাপা থাকবে পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি। এখানে পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের এখনকার ছবি। লিখতে হবে, জন্মের তারিখ ও মোবাইল নম্বর। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন।
5/9

এবার নিচে এই কলামে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে, তাহলে বাবার এপিক নম্বর। এরপর লিখতে হবে মায়ের নাম। এবং যদি থাকে মায়ের ভোটার কার্ডের নম্বর। বিবাহিত হলে জানাতে হবে স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর।
6/9

২০০২-এর ভোটার তালিকায় কারও নিজের নাম থাকলে, তাঁকে ফর্মের বাঁদিকের টেবল ফিল-আপ করতে হবে। সেখানে নিজের নাম, ভোটার আইডি নম্বর, বাবা বা মায়ের নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম এবং ২০০২ সালে যে বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন, তার নাম এবং নম্বর দিতে হবে।
7/9

২০০২ সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তাঁর মা-বাবা-ঠাকুরদা কারও নাম না থাকলে কী করণীয়? সেক্ষেত্রে তাঁকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে।
8/9

যাঁদের নিজের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তবে তাঁর মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, সেই ভোটারদের ডানদিকের টেবলটি ফিল-আপ করতে হবে।
9/9

প্রথমে যিনি ফর্ম ফিলাপ করছেন তাঁর মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুমার মধ্যে যার নাম ২০০২ এর তালিকায় আছে সেই ব্যক্তির নাম লিখতে হবে। এখানে সেই ব্যক্তির ভোটার আইডি নম্বর দিতে হবে । ২০০২ সালে ভোটার তালিকায় সেই ব্যক্তির যে আত্মীয়র নাম ছিল তা লিখতে হবে। ভোটার তালিকায় যে সম্পর্কের উল্লেখ ছিল তা দিতে হবে। এরপর জেলার নাম রাজ্যের নাম দিতে হবে । এরপর ২০০২ এর ভোটার তালিকা যে বিধানসভা কেন্দ্রে নাম ও নম্বর উল্লেখ ছিল তা দিতে হবে।
Published at : 05 Nov 2025 11:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























