এক্সপ্লোর
West Bengal Weather : বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, বাজ পড়ার আশঙ্কা, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা
Monsoon Update: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
ছবি সৌজন্যে-পিটিআই
1/8

আজ রাজ্যজুড়েই বৃষ্টি হবে। সঙ্গে থাকছে বাজ পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে।
2/8

রবি ও সোমবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। শহরেও বজ্রপাতের আশঙ্কা থাকছে।
3/8

রবি ও সোমবার বেশি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কমবে।
4/8

তবে দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
5/8

গতকাল দক্ষিণবঙ্গের সব জেলায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি হতে পারে।
6/8

পার্বত্য এলাকায় রয়েছে ভূমি ধসের আশঙ্কা, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। এদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী ৪/৫ দিন।
7/8

যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
8/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।
Published at : 24 Jun 2023 11:53 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























