এক্সপ্লোর
Madan Mitra : বাইরে উৎসব চলবে. রাত ১২টার আগে বেরোতে পারবে না বিরোধীরা, যজ্ঞ করে হুঁশিয়ারি মদনের
Madan Mitra On Loksabha Election Result : ভোটের ফল ঘোষণার আগে ফের মদনের হুঁশিয়ারি। বললেন, বাইরে উৎসব চলবে
যজ্ঞ করে হুঁশিয়ারি মদনের
1/7

দমদম দাওয়াই। বাম আমলে একটা সময় দমদমে যে কথা মুখে মুখে ঘুরত, এবার লোকসভা ভোটের শেষ দফার আগে সেই কথাই শোনা গিয়েছে মদন মিত্রর গলায়।
2/7

দীর্ঘদিন অসুস্থ থাকার পর, কয়েকদিন আগে লভোটের ময়দানে আচমকা দেখা যায় মদন মিত্রকে। ৭ দফা ভোটের আগে মদন মিত্র হুঁশিয়ারি দেন, তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে।
3/7

ফল ঘোষণার আগের দিনও মদন মিত্রর মুখে শোনা গেল 'দমদম দাওয়াই'কথা। 'এই দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়'হুঙ্কার মদনের ।
4/7

এদিন ফের ভবানীপুরে মদন মিত্রকে পাওয়া গেল ফুল ফর্মে। সেজেগুজো বসে পড়লেন যজ্ঞে। প্রধানমন্ত্রীর নাম না করেই আক্রমণ শানালেন ভন্ড সন্ন্যাসী বলে।
5/7

মদন মিত্রের হুঁশিয়ারি, 'দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে'
6/7

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বললেন, টিভিতে যে-সব ফল দেখছেন, ওগুলো ভুয়ো ! এভাবেই এগজিট পোলের হিসেবকে খোঁচা দিলেন মদন মিত্র। বললেন, বাইরে উৎসব চলবে. রাত ১২টার আগে বেরোতে পারবে না বিরোধীরা
7/7

'আমরা শুধু কালকের দিনটার জন্য ওয়েট করছি', হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। তারপর বসলেন পুজোয়। কর্মীদের মনোবল জুগিয়ে বললেন, তৃণমূল ভাল ফল করবে।
Published at : 03 Jun 2024 04:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























